কালচে প্রিনা | Ashy Prinia | Prinia socialis
কালচে প্রিনা | ছবি: ইন্টারনেট গোবেচারা টাইপ চেহারা। স্লিম গড়ন। দেহের তুলনায় লেজ খানিকটা লম্বা। স্বভাবে ভারি চঞ্চল। গাছের চিকন ডালে লাফিয়ে বেড়ায়। সারাদিন ব্যস্ত সময় কাটায় ওড়াউড়ি করে। স্থিরতা এদের মাঝে খুবই কম। মন ভালো থাকলে উপরের দিকে ঠোঁট উঁচিয়ে ‘জিট-জিট-জিট’ সুরে গান গায়। সুর বেশ মধুর। শুনতে ইচ্ছে করে বারবার। বিভিন্ন সুরে গান গাইতে পারে। প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় থাকে। প্রজননের বাইরে ছোট দলে বিচরণ করে। বেশিরভাগই একাকী বিচরণ করে। স্থানীয় প্রজাতির পাখি। সুলভ দর্শন। দেখা মেলে দেশের গ্রামাঞ্চলে, অনেক সময় শহরাঞ্চলেও দেখা মেলে। বিশেষ করে ঘাসবনে, জঙ্গলময় বাগানে এবং কৃষিজমিতে ওদের বিচরণ। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও পশ্চিম মিয়ানমার পর্যন্ত। হিমালয়ের পাদদেশে বিচরণ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উঁচুতেও দেখা যাওয়ার তথ্য রয়েছে। দেশে এদের অবস্থান মোটামুটি সন্তোষজনক। বিশ্বব্যাপী এরা হুমকি নয়, ভালো অবস্থানেই রয়েছে। ভূমি থেকে কাছাকাছি বাসা বাঁধার কারণে অনেক সময় বিড়াল দ্বারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। পাখির বাংলা নাম: ‘কালচে প্রিনা’, ইংরেজি নাম: ‘এ্যাশি প্রিনা’, (Ashy Prinia), বৈজ্ঞানিক নাম: Prinia socialis | এরা দৈর্ঘ্যে ১২-১৩ সেন্টিমিটার। ওজন ৬-৭ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা ভিন্ন। পুরুষ পাখির মাথা, ঘাড় ও পিঠ কালচে-ধূসর। ডানার পালক এবং লেজ বাদামি রঙের। লেজতলে রয়েছে কালচে ডোরা। গলা থেকে বুক ক্রিম-সাদা। পেটের দু’পাশ হালকা হলদেটে-সাদা। ঠোঁট কুচকুচে কালো, ঠোঁটের অগ্রভাগ সুচালো। চোখ বাদামি। পা ত্বক বর্ণের। অপরদিকে স্ত্রী পাখির মাথা, ঘাড়, পিঠ ধূসর বাদামি। দেহতল ফ্যাকাসে সাদা। ঠোঁট বাদামি-কালোর মিশ্রণ। মৌসুমি পালক ভিন্ন। প্রধান খাবার: পোকামাকড়, মাকড়সা ও ফুলের মধু। প্রজনন সময় জুলাই থেকে সেপ্টেম্বর। এলাকাভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গতি রেখে ডিম পাড়ে। বাসা বাঁধে ভূমি থেকে এক-দেড় মিটার উঁচুতে গাছের পাতা সেলাই করে মোচাকৃতির বাসা বাঁধে। ডিম পাড়ে ৩-৫টি। ডিম ফুটতে সময় লাগে ১২ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 13/05/2016
খয়রাডানা বনফুটকি | Brownish-flanked Bush Warbler | Cettia fortipes
খয়রাডানা বনফুটকি | ছবি: ইন্টারনেট পরিযায়ী পাখি। উপমহাদেশীয় অঞ্চলে কমবেশি নজরে পড়লেও গ্রামীণ বনবাদাড়ে বেশি নজরে পড়ে। বিশেষ করে বাঁশঝাড়ের আশপাশে বেশি নজরে পড়ে। চটপটে চালচলন। উঁচু কণ্ঠে গান গায়। কণ্ঠস্বর সুমধুর। ফুর্তিবাজ পাখি। সারাদিন নাচানাচি, ওড়াউড়ি এসব করেই কাটায়। ছোট গাছ-গাছালি বিশেষ করে ঝোপঝাড়ের ভেতর বেশি বিচরণ। একাকী ঘুরে বেড়ায়। প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় দেখা যায়। বিশ্বে এদের অবস্থান সন্তোষজনক। পাখির বাংলা নাম: ‘খয়রাডানা বনফুটকি’| ইংরেজি নাম: ‘ব্রাউনিস ফ্ল্যাঙ্কেড বুশ ওয়ার্বলার’ (Brownish-flanked Bush Warbler)| বৈজ্ঞানিক নাম: Cettia fortipes | এরা ‘শক্ত-পা ঝোপের টুনি’ নামেও পরিচিত। প্রজাতির গড় দৈর্ঘ্য ১১-১২.৫ সেন্টিমিটার। ওজন ৮-১২ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা অভিন্ন। মাথা, ঘাড় ও পিঠ বাদামি। ডানা খয়েরি। লেজ গাঢ় বাদামি। দেহতল বাদামি মিশ্রিত সাদাটে। চোখ বাদামি। ঠোঁট খয়েরি, প্রান্তটা ফ্যাকাসে। পা গোলাপি বাদামি। তুলনামূলক পা লম্বা ও শক্ত। প্রধান খাবার: কীটপতঙ্গ, পোকামাকড়ের লাভা ও ডিম। প্রজনন মৌসুম মে থেকে আগস্ট। ভূমি থেকে ১ মিটার উঁচুতে ছোট প্রজাতির গাছের ডালে শুষ্ক ঘাস পাতা দিয়ে কাপ আকৃতির বাসা বাঁধে। ডিম পাড়ে ৩-৪টি। ফুটতে সময় লাগে ১৩-১৫ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 05/01/2018
পাটকিলে মাথা ছাতারে | Chestnut capped Babbler | Timalia pileata
পাটকিলে মাথা ছাতারে | ছবি: ইন্টারনেট আবাসিক পাখি। দেখতে চমৎকার। গ্রামীণ বনেবাদাড়ে অল্পবিস্তর নজরে পড়ে। সমগ্রবিশ্বে এদের অবস্থান খুব বেশি সন্তোষজনক নয়। বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি ভারত, নেপাল, মিয়ানমার, চীন, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম পর্যন্ত। এরা বেশ সামাজিক পাখি। প্রজননকালীন জোড়ায় জোড়ায় বিচরণ করলেও ছোট দল দেখা যায়। রাত্র যাপনও করে দলবদ্ধভাবে। দলের একটি পাখি যে দিকে উড়ে যায় অন্যরাও সেদিকে উড়তে থাকে। আবার কেউ যদি পথ হারিয়ে ফেলে অন্যরা ডাকাডাকি করে তাকে পথ চিনিয়ে নিয়ে আসে। সবচেয়ে মজাদার বিষয়টি হচ্ছে এদের দলের কেউ ডিম-বাচ্চা ফুটালে শাবকদের যত্ন আত্তি দলের সবাই মিলেই করে। অনেক সময় দলের সবাই মিলে অন্যের ডিমে তা দিতে দেখা যায়। এরা মূলত জলাশয় এলাকায় বিচরণ করে। বিশেষ করে শনবন, নলখাগড়ার বনের ভেতর আড্ডা জমে ভালো। এদের গানের গলা বেশ সুমধুর। ভারি মিষ্টি সুরে গান গায়। প্রজাতিটি বিশ্বব্যাপী ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আইইউসিএন প্রজাতিটিকে লাল তালিকাভুক্ত করেছে। পাখির বাংলা নাম: ‘পাটকিলে মাথা ছাতারে’, ইংরেজি নাম: ‘চেস্টনাট ক্যাপেড ব্যাবলার’ (Chestnut-capped Babbler), বৈজ্ঞানিক নাম: Timalia pileata | এরা ‘লালটুপি ছাতারে’ নামেও পরিচিত। এরা দৈর্ঘ্য ১৫-১৭ সেন্টিমিটার। ওজন ১৫-২৩ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। কপালে সাদা টান। মাথায় পাটকিলে অথবা মদ-বাদামি রঙের টুপি। থুঁতনি কালো। ঘাড়ে মালাসদৃশ ছাই ধূসর রেখা। পিঠ বাদামি। বাদামি লেজে কালচে ডোরা দাগ। দেহের তুলনায় লেজ খানিকটা লম্বা। গলা সাদা। পেট থেকে বস্তিপ্রদেশ পর্যন্ত হালকা বাদামি। লেজতল কালচে। চোখের মণি বাদামি। ঠোঁট নীলচে কালো। পা কালচে। প্রধান খাবার: শুঁয়োপোকা, গোবরেপোকা ও অন্যান্য কীট-পতঙ্গ। ছোট ফল-ফলাদি, খেজুরের রসের প্রতিও আসক্তি রয়েছে। প্রজনন মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর। অঞ্চলভেদে প্রজনন মৌসুম হেরফের রয়েছে। জলাশয়ের কাছাকাছি ঘাসবন কিংবা লতাগুল্মের ভেতর ডিম্বাকৃতির বাসা বানায়। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৬ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 04/03/2016
লম্বাঠোঁটি দামা | Long billed Thrus | Zoothera monticola
লম্বাঠোঁটি দামা | ছবি: ইন্টারনেট ভূচর পাখি। স্বভাবে পরিযায়ী। দেশে শীতে পরিযায়ী হয়ে আসে। প্রজাতির অন্যদের মতো চেহারা তত আকর্ষণীয় নয়। বিচরণ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে। হিমালয়ের ২২০০-৩৮০০ মিটারেও উঁচুতে দেখা যাওয়ার নজির রয়েছে। গানের গলা ভালো। মিষ্টি সুরে গান গায়। গাছের উঁচু ডালে বসে খুব ভোরে এবং গোধূলিলগ্নে গান গায়। স্বভাবে লাজুক। বেশিরভাগই একাকী বিচরণ করে। প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় দেখা যায়। চিরহরিৎ ছায়াময় স্থানে বিচরণ। পাইন বন অথবা সুঁচালো চিরহরিৎ বনে বেশি দেখা যায়। দেখা যায় লতাগুল্মের নিচেও। আবার পাথুরে এলাকায়ও বিচরণ রয়েছে। এতদঞ্চলের পরিত্যক্ত বা স্যাঁতসেঁতে এলাকার লতাপাতা উল্টিয়ে এবং ঘন ঘন ঠোঁট চালিয়ে খাবার খোঁজে। গাছের উঁচুতে এরা বিচরণ করে না। দেশের সর্বত্র দেখা যাওয়ার নজির নেই। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ও ভিয়েতনাম পর্যন্ত। প্রজাতিটি ন্যূনতম বিপদগ্রস্ত হলেও বিশ্বব্যাপী হুমকি নয়। প্রজাতিটির বাংলা নাম: ‘লম্বাঠোঁটি দামা’, ইংরেজি নাম: ‘লং-বিলেড থ্রাস’(Long-billed Thrush), বৈজ্ঞানিক নাম: Zoothera monticola | এরা ‘লম্বাঠোঁট দামা’ নামেও পরিচিত। দেশে প্রায় ১৫ প্রজাতির দামা নজরে পড়ে। ত্মধ্যে ‘কমলা দামা’ ব্যতীত অন্যরা পরিযায়ী প্রজাতির পাখি। এরা দৈর্ঘ্যে ২৬-২৮ সেন্টিমিটার লম্বা। ওজন ১১৫-১৩০ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা ভিন্ন। রঙে সামান্য পার্থক্য আছে। পুরুষ পাখির মাথা ফ্যাকাসে বাদামি। ঘাড় থেকে লেজ পর্যন্ত অন্ধকার জলপাই-বাদামি রঙের। সাদাটে গলায় বাদামি বুটিক। দেহতল ক্রিম সাদার ওপর বাদামি বুটিক। ঠোঁট ও পা শিংকালো। তুলনামূলক ঠোঁট খানিকটা লম্বা। অপরদিকে স্ত্রী পাখি লালচে-বাদামি। প্রধান খাবার: কেঁচো, পোকামাকড়, লার্ভা, ছোট শামুক ইত্যাদি। মাঝে মধ্যে ছোট ফলফলাদি খেতে দেখা যায়। প্রজনন মৌসুম মে থেকে জুলাই। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। বাসা বাঁধে ভূমি থেকে ২-৭ মিটার উঁচুতে। গভীর কাপ আকৃতির বাসা। উপকরণ হিসেবে ব্যবহার করে শৈবাল, শুকনো ঘাস ও লতাপাতা। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় ১৪-১৫ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 06/05/2016
পাহাড়ি টুনটুনি | Mountain Tailorbird | Orthotomus cuculatus
পাহাড়ি টুনটুনি | ছবি: ইন্টারনেট পরিচিত প্রজাতির ‘টুনটুনি’ পাখির মতো যত্রতত্র এদের দেখা মেলে না। কেবলমাত্র দেখা মেলে ক্রান্তীয় আর্দ্র নিম্নভূমির বনে এবং ক্রান্তীয় আর্দ্র পার্বত্য অরণ্যে। পাহাড়ি চিরসবুজ বনের বৃক্ষতলে লতাগুল্মের ঝোঁপে এবং বাঁশবনে বিচরণ করে। বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি ভারত, মিয়ানমার, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড পর্যন্ত। এদের মায়াবী চেহারা। স্বভাবে ভারি চঞ্চল। স্থিরতা নেই খুব একটা। যেন একদণ্ড বসার সুযোগ নেই কোথাও। এই আছে তো এই নেই। তবে যেখানেই থাকুক না কেন এরা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। জোড়ের পাখিটি সামান্য দূরে থাকলেও ডাকাডাকি করে ভাবের আদান-প্রদান চালিয়ে নেয়। সারাদিন নেচে-গেয়ে সময় কাটায়। লেজ উঁচিয়ে নাচে। প্রজনন মৌসুমে পুরুষ পাখি নানা কসরত দেখায় স্ত্রী পাখির মন ভোলানোর জন্য। বাসা বাঁধে মাটির কাছাকাছি গাছের ডালে। বেশ পরিপাটি বাসা। দুটি পাতাকে একত্রিত করে ঠোঁট দিয়ে সেলাই করে বাসা বাঁধে। অনেকটা দর্জির কাপড় সেলাই করার মতো। পাখির বাংলা নাম: ‘পাহাড়ি টুনটুনি’, ইংরেজি নাম: মাউন্টেন টেইলরবার্ড (Mountain Tailorbird), বৈজ্ঞানিক নাম: Orthotomus cuculatus | এরা ‘সোনালি মাথা টুনি’ নামেও পরিচিত। এরা দৈর্ঘ্য ১০-১২ সেন্টিমিটার। ওজন ৬-৭ গ্রাম। কপাল লালচে। মাথা সোনালি রঙের। ঘাড় গাঢ় ধূসর। পিঠ জলপাই-সবুজ। লেজ ও ডানা লালচে। চোখের ওপরে সাদা-হলদে টান। গলা ও বুক ধূসর। পেট ও লেজতল উজ্জ্বল হলুদ। ঠোঁট দু’পাটি ভিন্ন রঙের। ওপরের অংশ কালো, নিচের ঠোঁট কমলা রঙের হলেও গোড়া শিঙকালো। চোখ বাদামি-কালো। পা ও পায়ের পাতা মেটে-বাদামি। স্ত্রী পাখির বর্ণে সামান্য তফাৎ রয়েছে। ওদের বুকে কালো রেখার উপস্থিতি নেই। প্রধান খাবার: পোকামাকড় বা কীট পতঙ্গ। প্রজনন মৌসুম মে-জুলাই সেপ্টেম্বর। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। বাসা বাঁধে মাটির কাছাকাছি গাছের ডালে পাতা সেলাই করে। সেলাই করা বাসার ভেতর নরম তন্তু বা তুলা দিয়ে পরিপাটি করে নেয়। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 29/04/2016
আমুর শাহিন | Amur Falcon | Falco amurensis
আমুর শাহিন | ছবি: ইন্টারনেট পাখির নাম ‘আমুর শাহিন’। আমুরল্যান্ডে বিচরণ আধিক্য বিধায় হয়তো এই নাম ওদের। এরা উপমহাদেশে পরিযায়ী হয়ে আসে। সুদর্শন, স্লিম গড়নের পাখি। দেখতে কিছুটা ককাটিল পাখিদের মতো। পুরুষদের চেহারা চকচকে হলেও স্ত্রী পাখি খানিকটা নিষ্প্রভ; ভিন্ন বর্ণের। প্রাকৃতিক আবাসস্থল খোলা মাঠপ্রান্তর, খোলা বনাঞ্চল। শিকারি পাখি হলেও স্বভাবে হিংস নয়। একাকী, জোড়ায় কিংবা ছোট দলে বিচরণ করে। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমুরল্যান্ড, ট্রান্সবিকালিয়া, দক্ষিণ-পূর্ব সাইবেরিয়া, উত্তর-পূর্ব মঙ্গোলিয়া উত্তর-পূর্ব চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা পর্যন্ত। বিশ্বে এদের অবস্থান তত সন্তোষজনক নয়, উদ্বেগ প্রজাতি হিসেবে আইসিইউএন এদের শনাক্ত করেছে তাই। প্রজাতির বাংলা নাম: ‘আমুর শাহিন ’, ইংরেজি নাম: ‘আমুর ফ্যালকন’, (Amur Falcon), বৈজ্ঞানিক নাম: Falco amurensis | এরা ‘লালপা তুরমুতি’ নামেও পরিচিত। প্রজাতির গড় দৈর্ঘ্য ৩০-৩৬ সেন্টিমিটার। প্রসারিত ডানা ৬৫-৭৫ সেন্টিমিটার। ওজন ৯৭-১৫৫ গ্রাম। পুরুষের তুলনায় স্ত্রী পাখি খানিকটা বড়। চেহারায় বিস্তর তফাৎ। পুরুষ পাখির মাথা, ঘাড়, পিঠ ও লেজ গাঢ় ধূসর। ডানা খানিকটা লম্বা। দেহতল ধূসর। বুকের নিচ থেকে লেজতল পর্যন্ত লাল। চোখের বলয় কমলা হলুদ। ঠোঁটের অগ্রভাগ কালচে বাঁকানো, গোড়া কমলা হলুদ। পা লালচে কমলা। অপরদিকে স্ত্রী পাখির চেহারা ভিন্ন। শরীরে ধূসর, হলুদ, সাদা, বাদামির মিশ্রণ ছিট। বাদবাকি পুরুষের মতো। প্রধান খাবার: ঘাসফড়িং, পতঙ্গ, ছোট পাখি ও ছোট সরীসৃপ। প্রজনন মৌসুম মে থেকে জুন। গাছের উঁচু ডালে চিকন ডালপালা দিয়ে বাসা বাঁধে। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ২৮-৩০ দিন। মাস খানেকের মধ্যেই শাবক স্বাবলম্বী হয় এবং বাবা-মাকে ছেড়ে অন্যত্র চলে যায়। লেখক: আলম শাইন।কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 06/10/2017
ভূমা পেঁচা | Dusky eagle owl | Bubo coromandus
ভূমা পেঁচা | ছবি: ইন্টারনেট স্থানীয় প্রজাতির পাখি। ভয়ঙ্কর দর্শন। হলুদ রঙের গোলাকার চোখ। গোলাকার শারীরিক গঠনও। দিনে গাছের বড় পাতার আড়ালে লুকিয়ে থাকে। কিছুটা লাজুক স্বভাবের বলা যায়। জনবসতি আছে এমন সব আমবাগানে অথবা তেঁতুল গাছে বিচরণ করে। বিচরণ করে জোড়ায় জোড়ায়। একজোড়া অনেক বছর যাবৎ একই গাছে বাসা বাঁধে। গাছের ডালে চোখ প্রসারিত করে চুপচাপ বসে থাকে। ওই অবস্থায় যে কেউ দেখলে ভয় পেতে পারেন। তার ওপর গুরুগম্ভীর সুরে ডেকে ওঠে, ‘দুঃখ দুঃখ দুঃখ’। যার ফলে পিলে চমকে ওঠে অনেকেরই। আসলে ওরা একেবারেই নিরীহ প্রাণী। অন্যসব পেঁচাদের মতো এরাও মাথা ঘুরিয়ে ঘাড়ের ওপর নিয়ে ঠেকাতে পারে। শিকার সন্ধানে পদ্ধতিটি দারুণ কাজে দেয়। বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ছাড়া ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, চীন ও থাইল্যান্ড পর্যন্ত। বিশ্বে প্রজাতিটির অবস্থান তত সন্তোষজনক নয়। আইইউসিএন এদেরকে উদ্বেগ প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। পাখির বাংলা নাম: ‘ভূমা পেঁচা’, ইংরেজি নাম: ‘ডাস্কি ঈগল আউল’ (Dusky eagle-owl), বৈজ্ঞানিক নাম: Bubo coromandus | এরা ‘মেটে হুতোম পেঁচা’ নামেও পরিচিত। এরা দৈর্ঘ্যে কমবেশি ৪৮-৫৩ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। মাথার দু’পাশে কান পশম রয়েছে, যা ঝুঁটি আকৃতির দেখায়। চোখের দু’পাশে কপালের ওপর সাদা-বাদামি টান। মুখমণ্ডল হলদে-বাদামি। দেহের উপরাংশ ফ্যাকাসে-ধূসর রঙের ছিট ছিট। দেহের নিচের দিকে হলদে-বাদামির ওপর টানা বাদামি-কালো রেখা। চোখের তারা হলুদ, মনি বাদামি। আসমানী ফ্যাকাসে ঠোঁট আকারে খাটো, নিচের দিকে বড়শির মতো বাঁকানো। পায়ের আঙুল ধূসর। প্রধান খাবার: ছোট পাখি, ইঁদুর, টিকটিকি ইত্যাদি। প্রজনন মৌসুম এপ্রিল থেকে নভেম্বর। আবার অঞ্চলভেদে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রজনন ঘটে। এরা অন্যান্য পেঁচাদের মতো গাছের কোটরে অথবা দর-দালানের ফাঁকে বাসা বাঁধে না। বাসা বাঁধে জলাশয়ের কাছাকাছি বড় গাছের কাণ্ডে সরু ডালপালা দিয়ে। বাসা অগোছালো, শ্রীছাদ নেই। অনেকটা ঈগল বা চিলের বাসার মতো। ডিম পাড়ে ২-৩টি। ডিম ফুটতে সময় লাগে ২৩-২৫ দিন। শাবক শাবলম্বী হতে মাসখানেক লেগে যায়। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 22/04/2016