ইউরেশীয় গৃধিনী | Griffon Vulture | Gyps fulvus
ইউরেশীয় গৃধিনী | ছবি: ইন্টারনেট ‘ইউরেশীয় গৃধিনী’ যাযাবর স্বভাবের পাখি। বিরল দর্শন। দেশে খুব কম দেখা যায়। সম্প্রতি মৌলভীবাজার জেলায় দেখা যাওয়ার নজির রয়েছে। বৈশ্বিক বিস্তৃতি ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে। অন্য সব প্রজাতির শকুনের মতো দেখতে ওরা কদাকার নয়। ঈগলাকৃতির চেহারা। খোলামাঠ প্রান্তরে বিচরণ করে। মাঝে মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার উচ্চতায়ও এদের দেখা যায়। স্বভাবে তেমন হিংস নয়। কেবলমাত্র আক্রান্ত হলে আক্রমণ করে। একাকী, জোড়ায় কিংবা দলবেঁধে খাদ্যের সন্ধানে বের হয়। সব ধরনের মৃতদেহ ও সরীসৃপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার বিষাক্ত মৃতদেহ খেয়ে নিজেদের জীবনাবসানও ঘটে। প্রজাতির অন্যদের তুলনায় এরা দীর্ঘজীবী। গড় আয়ু ৫০-৫৫ বছর। বাংলাদেশে বিরল দর্শন হলেও বিশ্বব্যাপী এরা ন্যূনতম বিপদগ্রস্ত। পাখির বাংলা নাম: ‘ইউরেশীয় গৃধিনী’, ইংরেজি নাম: ‘গ্রিফন ভালচার’, (Griffon Vulture), বৈজ্ঞানিক নাম: Gyps fulvus | এরা ‘পরিযায়ী গিদরি ও গ্রিফন শকুন,’ নামেও পরিচিত। দৈর্ঘ্য কম-বেশি ৯৩-১২২ সেন্টিমিটার। প্রসারিত ডানার দৈর্ঘ্য ২৪০-২৮০ সেন্টিমিটার। পুরুষ পাখির তুলনায় স্ত্রী পাখি খানিকটা বড়। মাথা ও ঘাড় তুলতুলে সাদা। পিঠ ও লেজ ঢাকনি বাদামি। ডানার প্রান্ত পালক কালো। ওড়ার পালকও কালো। গলা সাদা। দেহতল লালচে বাদামির ওপর স্পষ্ট রেখাযুক্ত। চোখ ফিকে হলুদাভ। শিং কালো রঙের এবং ঠোঁটের উপরের অংশ বড়শির মতো বাঁকানো। ঠোঁট থেকে হলুদাভ আভা বের হয়। পা ও পায়ের পাতা হলুদাভ কালচে। যুবাদের রং ভিন্ন। সর্বভূক পাখি এরা। যে কোনো ধরনের মৃতদেহ বা উচ্ছিষ্ট খাবার এদের প্রধান খাদ্য। খাদ্য তালিকা থেকে বাদ যায় না শামুক, পাখির ডিম, ছোট পাখি কিংবা সরীসৃপও। প্রজনন মৌসুম মার্চ থেকে মে। বাসা বাঁধে পুরনো উঁচু গাছের ডালে। বাসা বাঁধতে উপকরণ হিসেবে ব্যবহার করে ডালপালা, পশুর চুল, গাছের বাকল, হাড় ইত্যাদি। ডিম পাড়ে ১-২টি। ডিম ফুটতে সময় লাগে ৫০-৫৫ দিন। যৌবনপ্রাপ্ত হতে সময় লাগে বছর ছয়েক। লেখক: আলমশাইন।কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 27/01/2017
কমলাবুক হরিয়াল | Orange breasted Green Pigeon | Treron bicinctus
কমলাবুক হরিয়াল | ছবি: ইন্টারনেট দেশি প্রজাতির পাখি। দেখতে কবুতরের মতো। আকারে খাটো। তাগড়া শরীর। নজরকাড়া রূপ। স্বভাবে শান্ত। অতীতে দেশে সুলভ দর্শন ছিল। গ্রামের বট-পাকুড় গাছে বেশি দেখা যেত। ফল পাকলে গাছে ঝাঁক বেঁধে নামত। এরা আজীবন বৃক্ষচারী। জলপান ব্যতিরেকে মাটিতে নামে না খুব একটা। বর্তমানে সুন্দরবন ছাড়া লোকালয়ে খুব একটা দেখার নজির নেই। কেওড়া ও হেঁতাল ফল খেয়ে সেখানে দিনাতিপাত করছে। শিকারিদের অত্যাচারে প্যারাবন বনবাসী হয়েছে ওরা। তাছাড়া অবাধে বৃক্ষনিধনও বনবাসী হওয়ার আরেকটি কারণ। প্যারাবনে শিকারিদের উপদ্রব না থাকাতে কিছুটা নিরাপদেই বাস করছে সেখানে কমলাবুক হরিয়াল। আমাদের দেশে মোট ৬ প্রজাতির হরিয়ালের সাক্ষাৎ পাওয়া যায়। এ ছাড়া বিশ্বে মোট ২৩ প্রজাতির হরিয়াল রয়েছে, যা এশিয়া ও আফ্রিকাতে বিস্তৃত। এ পাখির বাংলা নাম: ‘কমলাবুক হরিয়াল’, ইংরেজি নাম: ‘অরেঞ্জ ব্রেস্টেড্ গ্রিন পিজিয়ন’(Orange-breasted Green Pigeon), বৈজ্ঞানিক নাম: Treron bicinctus| অনেকে হরিকল নামেও ডাকে। এরা লম্বায় ২৮-৩০ সেন্টিমিটার। কপাল সবুজাভ-হলুদ। মাথার পেছন ও ঘাড় নীলাভ-ধূসর। গলা ও বুকের বেশির ভাগ বেগুনি-কমলার সঙ্গে গোলাপী রঙ মিশ্রিত। স্ত্রী পাখির বর্ণ কিছুটা ম্লান। তবে ডানায় হলুদ পট্টি পুরুষের তুলনায় খানিকটা বেশি অনুভূত হয়। লেজ গাঢ় ধূসর, মাঝের পালক ফিকে ধূসর। লেজের ডগায় সামান্য ধূসর বন্ধনী। ঠোঁট সবুজাভ-ধূসর। পা প্রবাল লাল। কমলাবুক হরিয়ালদের প্রধান খাবার ছোট বুনোফল। বিশেষ করে বট-পাকুড় ফল এদের প্রিয়। উল্লেখ্য, সব প্রজাতির হরিয়ালদেরই প্রিয় খাবার বট-পাকুড় কিংবা ছোট ফল-ফলাদি। প্রজনন সময় জুন-জুলাই। দেশ ভেদে প্রজনন সময় আলাদা। গাছের উঁচু ডালে সরু কাঠি দিয়ে বাসা বাঁধে। ডিম পাড়ে ২টি। ডিমের বর্ণ সাদা। ডিম ফুটতে সময় লাগে ১২-১৪ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 05/07/2013
জল মুরগি | Common moorhen | Gallinula chloropus
জল মুরগি | ছবি: ইন্টারনেট স্থানীয় প্রজাতির জলচর পাখি এরা। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানে বাস করে। শীত মৌসুমে আবার পরিযায়ী হয়েও অনেকে চলে আসে আমাদের দেশে। স্থানীয় প্রজাতির সাক্ষাৎ মেলে শীতেই বেশি। মৌসুমের অন্য সময়েও দেখা মেলে তবে তুলনায় একেবারেই নগণ্য। যত্রতত্র দেখা যাওয়ার নজির খুব বেশি নেই। সবচেয়ে বেশি দেখা মেলে হাওরাঞ্চলে। দেখতে অনেকটাই ডাহুকের মতো। ঠোঁটের গোড়ার লাল বর্ণটা বাদ দিলে ডাহুক মনে হবে যে কারো কাছেই। সম্প্রতি দেখেছি পাখিটাকে বিক্রমপুরে অবস্থিত রাজা বল্লাল সেনের দীঘির পাশের বিলটাতে। এক বন্ধু জানিয়েছেন, ওখানে নাকি একজোড়া পাখি দেখেছেন তিনি। সংবাদটা শুনে লোভ সামলাতে পারিনি, ছুটে গিয়েছি সেখানে। বিল পাড়ে গিয়েছি বিকেলের কিছু আগে। ভাগ্যটা ভালো ছিল আমাদের, খুব বেশি সময় লাগেনি ওদের সাক্ষাৎ পেতে। প্রথমে একটি পাখির সাক্ষাৎ পেয়েছি, জলদামের ওপর হাঁটাহাঁটি করছে সে। আমার সঙ্গী ওদিকে ফিরে ক্যামেরা তাক করার আগেই জোড়ের অন্য পাখিটি ধইঞ্চা ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে যুগলবন্দি হতে সহায়তা করেছে। এদের বাংলা নাম : ‘জল মুরগি’, ইংরেজি নাম : ‘কমন মুরহেন’ (Common moorhen), বৈজ্ঞানিক নাম : ‘গ্যাললিন্যুলা ক্লোরোপাস’ (Gallinula chloropus), গোত্রের নাম : ‘রাললিদি’। এ পাখি পান পায়রা বা ডাকাব পায়রা নামেও পরিচিত। এ পাখি লম্বায় ৩০-৩৮ সেন্টিমিটার। ঠোঁটের গোড়া প্রবাল লাল, অগ্রভাগ হলদেটে। মাথা, গলা কালো। পিঠ, ডানা পিঙ্গল। ডানা বুজানো অবস্থায় সাদা ডোরা দেখা যায়। লেজের ওপর কালচে, নিচের দিক সাদার ওপর কালো ছোপ। চোখের তারা লালচে। পা ও পায়ের পাতা সবুজাভ-হলুদ, হাঁটুর ওপর লালবলয়। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। প্রধান খাবার: ব্যাঙাচি, ছোট মাছ, ঘাস বীজ, কীট পতঙ্গ ইত্যাদি। আমিষ-নিরামিষ সব ধরনের খাবার এদের পছন্দ। বলা যায় সর্বভূক পাখি এরা। প্রজনন সময় মে থেকে আগস্ট। বাসা বাঁধে ঘাস বনের ভেতর অথবা জলের ওপর নুয়েপড়া গাছের ডালে। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো চিকন ডালপালা ও শুকনো ঘাস লতা। ডিম পাড়ে ৪-৭টি। ডিম ফুটে ১৮-২২ দিনে। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 14/06/2013
হলদে পা গাঙচিল | Yellow legged Gull | Larus cachinnans
হলদে পা গাঙচিল | ছবি: ইন্টারনেট সুলভ দর্শন পরিযায়ী পাখি। কেবলমাত্র শীতে প্রজাতির আগমন ঘটে। দেশে দেখা মেলে সুন্দরবন এলাকায়, সেন্টমার্টিন দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, নিঝুমদ্বীপ ও মনপুরাতে। এছাড়াও খাবারের সন্ধানে উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে বিচরণ করতে দেখা যায় এ সময়। মিঠা জলের চেয়ে লবণ জলে বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সাগরের কাছাকাছি এলাকায় বেশি দেখা যাওয়ার মূল কারণই এটি। এরা বিচরণ করে ঝাঁক বেঁধে। চলাচলরত নৌযানকে অনুসরণ করতে দেখা যায় প্রায়ই। নৌযানের পেছন পেছন চক্কর মেরে উড়ে জলে ঝাঁপিয়ে পড়ে মাছ শিকারের উদ্দেশ্যে। এছাড়াও বালুতটে ঘুরে বেড়াতে দেখা যায় এদের। মরা মাছ খাওয়ার লোভে দ্বীপাঞ্চলের জেলে পল্লীতে ঘুর ঘুর করতে দেখা যায়। স্বভাবে শান্ত। ঝগড়াঝাটি পছন্দ নয়। নিজেদের মধ্যে খুঁনসুটি বেঁধে গেলে বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে ডেকে ওঠে ‘ক্রাআ-ক্রা-আ’। প্রজাতির উপস্থিতি দেশে সন্তোষজনক। শিকারি পাখি ব্যতিরেকে এদের পারতপক্ষে কেউ তেমন একটা বিরক্ত করে না। ফলে এরা আমাদের দেশে ভালো অবস্থানে রয়েছে বলা যায়। বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি ভারত, ভূমধ্যসাগরীয় এলাকা, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, ইসরাইল, সিরিয়া, তুরস্ক, সাইপ্রাস, সেনেগাল, গাম্বিয়া, নাইজেরিয়া ও ইংল্যান্ড পর্যন্ত। পাখির বাংলা নাম: ‘হলদে পা গাঙচিল’, ইংরেজি নাম: ‘ইয়লো-লেগড গাল’ (Yellow-legged Gull), বৈজ্ঞানিক নাম: Larus cachinnans| এরা ‘জল কবুতর’ নামেও পরিচিত। লম্বায় ৫২-৬৮ সেন্টিমিটার। ডানা প্রসারিত অবস্থায় ১২০-১৫৫ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। মাথা, ঘাড় ও গলা ধবধবে সাদা। পিঠ ও ডানা ধূসর। তবে ডানায় সামান্য ফুটকি নজরে পড়ে। লেজে কালোর ওপর দু-একটি সাদা ফুটকি। দেহতল ধবধবে সাদা। ওড়ার পালক সাদা। চোখের বলয় লাল, তারা হলদেটে। ঠোঁট মোটা হলুদ। নিচের ঠোঁটের ডগা উজ্জ্বল লাল। পা ও আঙ্গুল হলুদ। প্রধান খাবার: মাছ। এছাড়াও বালুচরে ঘুরে পোকামাকড় খেতে দেখা যায়। প্রজনন মৌসুম মধ্য মার্চ থেকে মে পর্যন্ত। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। বাসা বাঁধে নিজ বাসভূমিতে। জলাশয়ের কাছাকাছি ভূমি অথবা পাথুরে এলাকায় ঘাস, লতাপাতা বিছিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ৩টি। ডিম ফুটতে সময় লাগে ২৭-৩১ দিন। শাবক শাবলম্বী হতে সময় লাগে ৩৫-৪০ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 27/11/2015
বেগুনি কোচোয়া | Purple Cochoa | Cochoa purpurea
বেগুনি কোচোয়া | ছবি: ইন্টারনেট মূলত প্রজাতিটির নিজস্ব বাসভূম অদ্যাবধি নির্ণয় করা যায়নি। ফলে এখনো অজানা রয়েছে এরা আবাসিক নাকি পরিযায়ী প্রজাতির পাখি। তবে বৈশ্বিক বিস্তৃতি নির্ণয় করা গেছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, লাওস, ভিয়েতনাম ও থাইল্যান্ড পর্যন্ত এদের বিস্তৃতি। প্রাকৃতিক আবাসস্থল গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র নিম্ন ভূমির বন। এ ছাড়াও গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পার্বত্য অরণ্যেও দেখা মেলে। দেখা মেলে ঘন ও আর্দ্র চওড়া পাতার চিরহরিৎ বনে। আবার আর্দ্র লতাগুল্মের জঙ্গলেও দেখা মেলে। এরা গান গায় অদ্ভুত সুরে। লম্বা সুরে টেনে টেনে গান গায়। বিশ্বে প্রজাতিটির অবস্থান সন্তোষজনক। পাখির বাংলা নাম: ‘বেগুনি কোচোয়া’, ইংরেজি নাম: ‘পার্পেল কোচোয়া’ (Purple Cochoa), বৈজ্ঞানিক নাম: Cochoa purpurea | এরা ‘বেগুনি পাখি’ নামেও পরিচিত। প্রজাতি দৈর্ঘ্যে ২৫-২৮ সেন্টিমিটার। ওজন ১০০-১০৬ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা ভিন্ন। পুরুষ পাখির মাথা রূপালি নীল। পিঠ, ডানা ও কোমর গাঢ় বেগুনি। ডানার প্রান্ত পালক রূপালি নীলচে এবং কালো। লেজ রূপালি নীল। রেজের প্রান্ত পালক কালচে নীল। মুখায়ব কালো। স্ত্রী পাখি ধূসর নীলচে। উভয়ের চোখ, ঠোঁট নীলচে কালো। পা নীলচে। প্রধান খাবার: ছোট ফল, বীজ ও পোকামাকড়। প্রজনন মৌসুম মে থেকে জুলাই। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। ভূমি থেকে ৩-৬ মিটার উঁচুতে কাপ আকৃতির বাসা বাঁধে। উপকরণ হিসেবে ব্যবহার করে শৈবাল, গাছের তন্তু ইত্যাদি। ডিম পাড়ে ২-৪টি। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 16/06/2017
পান্তামুখী হাঁস | Northern shoveler | Anas clypeata
পান্তামুখী হাঁস | ছবি: ইন্টারনেট উত্তর এশিয়ার শীতপ্রধান দেশের বাসিন্দা এ পাখি। প্রচণ্ড শীতে পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দেশের হাওর-বাঁওড় বা নদীর মোহনায় এসে উপস্থিত হয়। বিদায় নেয় মার্চের মধ্যেই। তখন ওদের প্রজনন সময় ঘনিয়ে আসে। আমাদের দেশে এসে বেশিরভাগই বিচরণ করে কর্দমাক্ত এলাকায়। জোড়ায় কিংবা ছোট দলে মিলেমিশে শিকারে বের হয়। পরিযায়ী অন্য হাঁসের সঙ্গেও রয়েছে দারুণ সখ্য। সাঁতারে খুব দক্ষ। জলের তলের খাবারের প্রতি ওদের লোভ নেই। অর্থাৎ মাছ, গুগলি ইত্যাদির প্রতি লোভ নেই বললেই চলে। জলের উপরিভাগের খাবার খুব পছন্দ। যেমন : শ্যাওলা, পানা ইত্যাদি। পারতপক্ষে খুব একটা ডাকাডাকি করে না। পুরুষ পাখি বেশিরভাগ সময় চুপচাপ কাটিয়ে দিলেও মাঝেমধ্যে স্ত্রী পাখি নিুস্বরে আওয়াজ করে। এদের ঠোঁট বেশ আকর্ষণীয়, অদ্ভুত গড়নের। অনেকটাই হেঁসেলের খুন্তের মতো দেখায়। পুরুষ পাখির সৌন্দর্য উপভোগ করার মতো। স্ত্রী পাখি অনেকটাই ম্লান, দেখতে গৃহপালিত পাতিহাঁসের মতো। প্রথম দেখায় পাতিহাঁস ভেবে ভুলও করেছি। দুয়ের রঙ-রূপে এতই ব্যবধান যে, ভিন্ন গোত্রের ভাবাটাই স্বাভাবিক। এদের সম্পর্কে পূর্বধারণা না থাকলে সাধারণ পাখি দেখিয়েরা বিভ্রান্তিতে পড়ে যাবেন। বাংলা নাম: ‘পান্তামুখী হাঁস’, ইংরেজি নাম: ‘নর্দান শোভেলার’ (Northern shoveler), বৈজ্ঞানিক নাম: ‘আনাস ক্লাপিয়েটা’ (Anas clypeata), গোত্রের নাম: ‘আনাটিদি’। এরা খুন্তে হাঁস নামেও পরিচিত। লম্বায় ৪৪-৫২ সেন্টিমিটার। ঠোঁট লম্বা, অগ্রভাগ খুন্তের মতো চেপ্টা। চোখ হলুদ। পুরুষ পাখির মাথা, গলা উজ্জ্বল হরিৎবর্ণ। পিঠ ধূসর-পিঙ্গল। লেজ পিঙ্গল। পার্শ্বদেশ তামাটে, লেজের নিচের পালক কালো। বুক সাদা। পেট গাঢ় খয়েরি। স্ত্রী পাখির বর্ণে বৈচিত্রতা নেই। রঙ পিঙ্গল, ডানার অল্পকিছু পালক নীলাভ-ধূসর। শরীরের আঁশ ভাবযুক্ত। পুরুষ পাখির মতো চোখ হলুদ নয়। তবে ঠোঁটের গড়ন পুরুষ পাখির মতোই চেপ্টা। প্রধান খাবার: শ্যাওলা, শস্য বীজ ইত্যাদি। মাঝেমধ্যে ছোট মাছ খেতে দেখা যায়, তবে খুব একটা নয়, ঠেকায় পড়লে খায়। প্রজনন সময় এপ্রিল থেকে জুন। বাসা বাঁধে উত্তর এশিয়ার পার্বত্য অঞ্চলে। জলাভূমির কাছাকাছি স্যাঁতস্যাঁতে মাটিতে ছোট ঘাস-লতা বিছিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ৯-১২টি। স্ত্রী পাখি একাই ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় লাগে ২৩-২৮ দিন। শাবক স্বাবলম্বী হয় ৫২-৬৬ দিনে। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 07/06/2013
রাজ ধনেশ | Great Indian Hornbill | Buceros bicornis
রাজ ধনেশ | ছবি: ইন্টারনেট বিরল দর্শন পাখি। দেশে যত্রতত্র দেখার নজির নেই। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের গহিন অরণ্যে কদাচিত নজরে পড়ে। বাংলাদেশ ছাড়া ইন্দোনেশিয়া, মালেয়েশিয়া, নেপাল ও ভারতে দেখা মেলে। দেখতে যেমনি এরা অদ্ভূত গড়নের তেমনি স্বভাবেও অদ্ভূত। বিশেষ করে প্রজনন সময়ে অদ্ভূত কাণ্ড ঘটিয়ে বসে। স্ত্রী পাখি স্বেচ্ছায় গাছের কোটরে ঢুকলে পুরুষ পাখি ওকে বন্দি করে রাখে। কোটরের মুখ বন্ধ করে দেয় কাদামাটি দিয়ে। পুরুষ পাখি নিজেই কাদামাটি বহন করে এনে ঠোঁট দিয়ে লেপে দেয়। শুধু ছোট্ট একটি ছিদ্র রাখে বায়ু চলাচল এবং খাবারের জোগান দিতে। পুরুষ পাখিকেই খাবারের জোগান দিতে হয় তখন। ডিম-বাচ্চা ফুটলেও খাদ্যের চাহিদা মেটায় পুরুষ পাখিই। শাবক স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত পুরুষ পাখিকেই খাবার জোগানে ব্যস্ত থাকতে হয়। বাচ্চারা ফুরফুরে হলে ভেতর থেকে মা পাখি ঠোঁট দিয়ে ঠুকরিয়ে মাটির আস্তর ফুটো করে বেরিয়ে আসে। তত দিনে পুরুষ পাখির অবস্থা দফারফা। দুর্বল হয়ে পড়ে অনেকটাই। এ পাখি আজীবন একই স্থানে বাস করে যদি জঙ্গলে কোনো অশান্তি না ঘটে। সবচেয়ে দৃষ্টান্তমূলক দিকটি হচ্ছে এদের জুড়ি আজীবনের জন্যই থাকে, মৃত্যু বা শিকারির হাতে ধৃত না হওয়া পর্যন্ত। এদের কণ্ঠস্বর কর্কশ, ‘খক্-খক্-খক্’ শব্দে ডাকে। হঠাৎ ডানা ঝাপটালে ভয় পেয়ে লাগে। এ বিরল প্রজাতির পাখি আমাদের দেশে মোটেই ভালো অবস্থানে নেই। এমনিই এদের প্রজনন সন্তোষজনক নয়। তার ওপর কবিরাজ নামক অপচিকিৎসকদের কবলে পড়ে এ পাখিগুলো অস্তিত্ব সংকটে পড়ে গেছে আজ। তারা এ পাখির অবয়বটাকে কাজে লাগিয়ে নানা ধরনের রোগের উপশম হয় এমনটি বয়ান করে ফুটপাতে ওষুধ বিক্রি করে। এ ছাড়া পার্বত্যাঞ্চলের পাহাড়িরা মাংসের লোভে এদের নৃশংসভাবে হত্যা করে। বিশালাকৃতির এ পাখি প্রথম দেখি ১৯৮৭ সালে খুলনার খালিশপুরে এক কবিরাজের কব্জায় বন্দি অবস্থায়। পাখিটার পাখার পালক কেটে তার পাশে বসিয়ে রেখেছে। উৎসুক জনতা এক নজর দেখছে, কবিরাজ তাতে মজা পাচ্ছেন আর ফন্দি আঁটছেন ওষুধ বেচার। দ্বিতীয়বার দেখা হয়নি। পাখিটার বাংলা নাম: ‘রাজ ধনেশ’, ইংরেজি নাম: গ্রেট ইন্ডিয়া হরনবিল (Great Indian Hornbill), বৈজ্ঞানিক নাম: (Buceros bicornis) গোত্রের নাম: ‘বুসেরোটিদি’। এরা লম্বায় ৯৫-১০৫ সেন্টিমিটার। ওজন ৩-৪ কিলোগ্রাম। ঠোঁটের গড়ন অদ্ভূত, আকারে বড়। কাস্তের মতো নিচের দিকে বাঁকানো। ঠোঁটের ওপরে শক্ত বর্ম। ঠোঁটের ডগা লালচে বাকিটা হলদেটে। ঠোঁটের গোড়া, কপাল কালচে। মাথা, গলা, ঘাড় হলুদ বর্ণের। বুক, পেট কালো। ডানার অধিকাংশ পালক কালো মাঝ বরাবর সাদা পট্টি। লেজে সাদার ওপর কালো পট্টি। চোখের বলয় কালো, তারা বা মনি লাল। স্ত্রী পাখির ক্ষেত্রে চোখের বলয় লাল মনি সাদা। প্রধান খাবার: ফল-ফলাদি। এ ছাড়া ইঁদুর, গিরগিটি ছোট পাখি ইত্যাদি খায়। প্রজনন সময় মার্চ থেকে জুন। বড় বড় গাছের প্রাকৃতিক কোটরে বাসা বাঁধে। ডিম পাড়ে ১-২টি। ডিম ফুটতে সময় লাগে ৩৮-৪০ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 31/05/2013