ক্ষুদে কাঠঠোকরা | Speckled Piculet | Picumnus innominatus
ক্ষুদে কাঠঠোকরা | ছবি: ইন্টারনেট বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হলেও দুর্লভ দর্শন ‘ক্ষুদে কাঠঠোকরা’। চেহারা অনেকটাই ‘ছোট বসন্ত বউরি’ পাখিদের মতো। পাখি পর্যবেক্ষক ব্যতীত প্রথম দর্শনে যে কেউই বসন্ত বউরি বলে ভুল করেন তাই। এরা অনেকটাই কুঁজো ধাঁচের, নাদুসনুদুস চেহারার অধিকারী। দেখা মেলে প্যারাবন, অর্ধ-চিরসবুজ বন, আর্দ্র পাতাঝরা বন কিংবা বাঁশঝাড়ে। তবে দেশে যত্রতত্র দেখা যায় না। কেবল কালেভদ্রে দেখা মেলে সিলেট বিভাগের চিরসবুজ বনে এবং খুলনা বিভাগের প্যারাবনে। প্রজাতিটি বিশ্বে বিপন্মুক্ত, বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত। বাংলাদেশ ছাড়াও দেখা মেলে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও চীনে। বেশিরভাগই এরা একাকী বিচরণ করে। মাঝেমধ্যে জোড়ায় জোড়ায় দেখা যায়। বিচরণকালীন গাছের চিকন ডালের চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরে খাবার সংগ্রহ করে, আর তীক্ষè কণ্ঠে ‘স্পিট..স্পিট..’ সুরে ডাকে। ক্ষুদে কাঠঠোকরা বৃক্ষচারী পাখি, প্রয়োজন ব্যতিরেকে ভূমি স্পর্শ করে না। পাখির বাংলা নাম: ‘ক্ষুদে কাঠঠোকরা’, ইংরেজি নাম: ‘স্পেকলেড পিকুলেট’ (Speckled Piculet), বৈজ্ঞানিক নাম: ‘Picumnus innominatus’। এরা ‘তিলা কুটিকুড়ালি’ নামেও পরিচিত। উল্লেখ্য, বাংলাদেশ মোট ২০ প্রজাতির কাঠঠোকরার দেখা মেলে। প্রজাতিটি লম্বায় ১০ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ পাখির মধ্যে খানিকটা পার্থক্য রয়েছে। পুরুষ পাখির কপাল অনুজ্জ্বল কমলা, মাথার চাঁদি হলুদ-জলপাই। স্ত্রী পাখির চাঁদি হলুদ-জলপাই। এ ছাড়া উভয়ের পিঠ হলদে-সবুজ। ডানার নিচে ছোট ছোট দাগ, পেছনে দিকে খাড়া চিতি যা ডোরার মতো দেখায়। দেহের নিচের দিকটা সাদাটের ওপর বড় বড় কালো ডোরা দাগ। লেজ কালো, বাইরের পালক সাদা। চোখের উপরে নিচে দুটি মোটা সাদা দাগ, যা ঘাড় হয়ে পিঠে গিয়ে ঠেকেছে। সাদা দুই দাগের মধ্যখানের দাগটি জলপাই রঙের। চোখ লালচে-বাদামি। ক্ষুদ্রাকৃতির ঠোঁটটি (১.১ সেন্টিমিটার) সেøট কালো। পা ও পায়ের পাতা অনুজ্জ্বল ফ্যাকাসে। প্রধান খাবার: গাছ পিঁপড়া, লার্ভা ও পিউপা। প্রজনন মৌসুম জানুয়ারি থেকে এপ্রিল। বাসা বাঁধে গাছের খোড়লে। নিজেরাই গাছের মরা ডালে গর্ত বানায়। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ১১-১২ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 11/07/2014
পাতারি ফুটকি | Lanceolated Warbler | Locustella lanceolata
পাতারি ফুটকি | ছবি: ইন্টারনেট বিরল দর্শন ভবঘুরে পাখি। দেশে খুব বেশি দেখা যাওয়ার নজির নেই। দুই-তিনবার দেখা যাওয়ার রেকর্ড রয়েছে। চেহারা চড়–ই আকৃতির হলেও সামান্য লম্বা ধাঁচের। আকারে সামান্য খাটো। দূর থেকে চড়–ই পাখি মনে হতে পারে। সে ক্ষেত্রে প্রজাতি নির্ণয় করা একটু কঠিন বৈকি। শরীরের তুলনায় লেজ খানিকটা বড়। দেখা মেলে হাওর-বাঁওড়, হ্রদ, সংলগ্ন ঘাসবন বা নলখাগড়ার বনে। উপত্যকা, বিক্ষিপ্ত ঝোপ জঙ্গল, তৃণভূমি কিংবা স্যাঁতসেতে এলাকায়ও দেখা মেলে। তবে বেশি দেখা যায় হাওরাঞ্চলে। প্রজনন মৌসুমেও নিজ বাসভূমিতে চলে যায়। বিচরণ করে ছোট দলে। একাকি বা জোড়ায়ও দেখা যায়। মাটির কাছাকাছি থেকে খাবার সংগ্রহ করে। বিশেষ করে ঘাসের শিকড়ের নিচের পোকামাকড় শিকারে পারদর্শী এরা। বিচরণকালীন সময় হঠাৎ চেঁচিয়ে ওঠে। গানের গলা সমধুর। ‘টিঙ্ক-টিঙ্ক’ সুরে মিহিকণ্ঠে গান গায়। অস্থিরমতি পাখি। স্বভাবে চঞ্চল। ঘাসবনে লুকিয়ে থাকে বেশিরভাগ সময়। তখন চেঁচামেচি শোনা গেলেও ওদের সাক্ষাত মেলে কম। বনতলে দ্রুত দৌড়াতে পারে। সমানতালে পা ফেলে দৌড়ায়। বাংলাদেশ ছাড়া বৈশ্বিক বিস্তৃতি ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, মঙ্গোলিয়া, জাপান ও উত্তর-পূর্ব ইউরোপ পর্যন্ত। পাখির বাংলা নাম: ‘পাতারি ফুটকি’, ইংরেজি নাম: ল্যান্সওলাটেড ওয়ার্বলার (Lanceolated Warbler), বৈজ্ঞানিক নাম: Locustella lanceolata | ড. রেজা খান ‘বাংলাদেশের পাখি’ নামক গ্রন্থে এদের ‘ডোরাযুক্ত ঘাসবনের টিকরা’ নামে অবিহিত করেছেন। দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। ওজন ৯-১৩ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। তুলনামূলক পুরুষ সামান্য লম্বা। মাথা খয়েরি জলপাই। পিঠ, ডানা ও লেজ ময়লা বাদামি ডোরাকাটা। লেজ খানিকটা লম্বা। থুঁতনি ও গলা হলদেটে-সাদার সঙ্গে ডোরাকাটা। বুকের নিচ থেকে লেজের তলা পর্যন্ত হলদেটে সাদা। চোখ বাদামি। ঠোঁট বাদামি। পা, পায়ের পাতা ও নখ ত্বক বর্ণ। অপ্রাপ্ত বয়স্কদের রঙ ভিন্ন। ওদের শরীরে হলদেটে আভা বেশি পরিলক্ষিত হয়। প্রধান খাবার: মাকড়সা, শুঁয়োপোকা ও অন্যান্য পোকামাকড় এবং ঘাসবীজের প্রতিও আসক্তি রয়েছে। প্রজনন মৌসুম জুন-জুলাই। বাসা বাঁধে সাইবেরিয়া অঞ্চলের নির্জন ঘাসবনে। শুকনো ঘাস দিয়ে প্যাঁচিয়ে কাপ আকৃতির বাসা বানায়। ডিম পাড়ে ৪-৫টি। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 22/01/2016
পাতি পাপিয়া | Common Cuckoo | Cuculus canorus
পাতি পাপিয়া | ছবি: ইন্টারনেট বিরল দর্শন পরিযায়ী পাখি। শুধুমাত্র গ্রীষ্মে পরিযায়ী হয়ে আসে বাংলাদেশে। মাঝে মধ্যে শরৎ এবং বসন্তকালে দেখা যাওয়ার নজির রয়েছে। সমগ্র দেশে দেখা না গেলেও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যাওয়ার তথ্য রয়েছে। সাধারণত এরা চিরসবুজ বন অথবা আর্দ্র পাতাঝরা বনে বিচরণ করে। এছাড়াও পর্বতের পাদদেশে তৃণভূমিতে পোকামাকড় খুঁজে বেড়ায়। বনের গাছ-গাছালির উঁচু ডালে নিজেদের আড়াল করে রাখে। বেশিরভাগ সময় একাকী বিচরণ করে। ভোরে এবং গোধূলিলগ্নে কর্মচঞ্চলতা বেড়ে যায়। স্বভাবে কিছুটা লাজুক। প্রজনন মৌসুমে পুরুষ পাখির হাঁকডাক বেড়ে যায়। স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে ‘কুক-কু…কুক-কু..’ সুরে ডাকতে থাকে। স্ত্রী পাখি ডাকে সাড়া দেয় ‘হুয়িহুয়িহুয়ি..’ সুরে। বৈশ্বিক বিস্তৃতি ভারত (সমস্ত ভারতে বিচরণ রয়েছে) এশিয়া, আফ্রিকা ও ইউরোপ পর্যন্ত। বিশ্বে বিপদমুক্ত। বাংলাদেশে এদের অবস্থান মোটেও সন্তোষজনক নয়। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত। পাখির বাংলা নাম: ‘পাতি পাপিয়া’, ইংরেজি নাম: ‘কমন কুক্কু’ (Common Cuckoo), বৈজ্ঞানিক নাম: Cuculus canorus | এরা ‘গায়ক কোকিল’ নামেও পরিচিত। প্রজাতির দৈর্ঘ্য কম বেশি ৩৩ সেন্টিমিটার। ওজন ৯০ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা ভিন্ন। পুরুষ পাখির থুতনি, গলা ফ্যাকাশে ছাই রঙের। পিঠ ধূসর। বুক ফ্যাকাশে ছাই। পেট সাদা। লেজের নিচের কোর্ভাটের ওপর কালো সরু ডোরা। লেজ কালচে-বাদামি। লেজের প্রান্ত পালক সাদা। অপরদিকে স্ত্রী পাখির চেহারা দু’ধরনের। একটি কলিজা রঙের। পিঠ কালচে-বাদামি ডোরা এবং দেহতল কালচে ডোরা। অন্যটির চেহারায় ধূসর, বুকের নিচে লালচে। এছাড়া পুরুষ পাখির সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই। উভয়ের ঠোঁটের গোড়া হলদে এবং ডগা শিং-বাদামি। চোখ হলুদ। পা ও পায়ের পাতা কমলা-হলুদ। অপ্রাপ্তবয়স্কদের ঘাড়ের পেছন দিকে সাদা চিতি এবং পালকে সাদা পাড়। প্রধান খাবার: লোমশ শুঁয়োপোকা ও অন্যান্য পোকামাকড়। প্রজনন মৌসুম মার্চ থেকে সেপ্টেম্বর। হিমালয় ও সাইবেরিয়াঞ্চলে ডিম পাড়ে। নিজেরা বাসা বাঁধতে জানে না। ডিম পাড়ে তুলিকা, খঞ্জন, জাড়ফিদ্দা ও চটকের বাসায়। পালক মাতাদের অগোচরে মিনিট খানেকের মধ্যেই ডিম পেড়ে পালিয়ে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা খুব সহজে পালক মাতার ডিমের সঙ্গে নিজেদের ডিমের রঙ মিলিয়ে পাড়তে পারে। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 15/05/2015
হলদে পা গাঙচিল | Yellow legged Gull | Larus cachinnans
হলদে পা গাঙচিল | ছবি: ইন্টারনেট সুলভ দর্শন পরিযায়ী পাখি। কেবলমাত্র শীতে প্রজাতির আগমন ঘটে। দেশে দেখা মেলে সুন্দরবন এলাকায়, সেন্টমার্টিন দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালী, নিঝুমদ্বীপ ও মনপুরাতে। এছাড়াও খাবারের সন্ধানে উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে বিচরণ করতে দেখা যায় এ সময়। মিঠা জলের চেয়ে লবণ জলে বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সাগরের কাছাকাছি এলাকায় বেশি দেখা যাওয়ার মূল কারণই এটি। এরা বিচরণ করে ঝাঁক বেঁধে। চলাচলরত নৌযানকে অনুসরণ করতে দেখা যায় প্রায়ই। নৌযানের পেছন পেছন চক্কর মেরে উড়ে জলে ঝাঁপিয়ে পড়ে মাছ শিকারের উদ্দেশ্যে। এছাড়াও বালুতটে ঘুরে বেড়াতে দেখা যায় এদের। মরা মাছ খাওয়ার লোভে দ্বীপাঞ্চলের জেলে পল্লীতে ঘুর ঘুর করতে দেখা যায়। স্বভাবে শান্ত। ঝগড়াঝাটি পছন্দ নয়। নিজেদের মধ্যে খুঁনসুটি বেঁধে গেলে বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে ডেকে ওঠে ‘ক্রাআ-ক্রা-আ’। প্রজাতির উপস্থিতি দেশে সন্তোষজনক। শিকারি পাখি ব্যতিরেকে এদের পারতপক্ষে কেউ তেমন একটা বিরক্ত করে না। ফলে এরা আমাদের দেশে ভালো অবস্থানে রয়েছে বলা যায়। বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি ভারত, ভূমধ্যসাগরীয় এলাকা, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, ইসরাইল, সিরিয়া, তুরস্ক, সাইপ্রাস, সেনেগাল, গাম্বিয়া, নাইজেরিয়া ও ইংল্যান্ড পর্যন্ত। পাখির বাংলা নাম: ‘হলদে পা গাঙচিল’, ইংরেজি নাম: ‘ইয়লো-লেগড গাল’ (Yellow-legged Gull), বৈজ্ঞানিক নাম: Larus cachinnans| এরা ‘জল কবুতর’ নামেও পরিচিত। লম্বায় ৫২-৬৮ সেন্টিমিটার। ডানা প্রসারিত অবস্থায় ১২০-১৫৫ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। মাথা, ঘাড় ও গলা ধবধবে সাদা। পিঠ ও ডানা ধূসর। তবে ডানায় সামান্য ফুটকি নজরে পড়ে। লেজে কালোর ওপর দু-একটি সাদা ফুটকি। দেহতল ধবধবে সাদা। ওড়ার পালক সাদা। চোখের বলয় লাল, তারা হলদেটে। ঠোঁট মোটা হলুদ। নিচের ঠোঁটের ডগা উজ্জ্বল লাল। পা ও আঙ্গুল হলুদ। প্রধান খাবার: মাছ। এছাড়াও বালুচরে ঘুরে পোকামাকড় খেতে দেখা যায়। প্রজনন মৌসুম মধ্য মার্চ থেকে মে পর্যন্ত। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। বাসা বাঁধে নিজ বাসভূমিতে। জলাশয়ের কাছাকাছি ভূমি অথবা পাথুরে এলাকায় ঘাস, লতাপাতা বিছিয়ে বাসা বানায়। ডিম পাড়ে ৩টি। ডিম ফুটতে সময় লাগে ২৭-৩১ দিন। শাবক শাবলম্বী হতে সময় লাগে ৩৫-৪০ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 27/11/2015
ঘুরঘুরি | Baillon’s Crake | Porzana pusilla
ঘুরঘুরি | ছবি: ইন্টারনেট হিমালয় অঞ্চলের পাখি হলেও দেখা মেলে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন এলাকায়। শীতে পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে। বিচরণ করে সুপেয় জলের জলাশয়ের কিনারে। বিশেষ করে বাদাবনে এরা আশ্রয় নেয় বেশি। হোগলা বন এদের খুবই প্রিয়। হোগলা বনের ভেতর হেঁটে হেঁটে পোকামাকড় খুঁজে ব্যস্ত সময় পার করে। এ ছাড়াও বড় বড় হাওর-বাঁওড়ের কিনারেও এদের দেখা যায়। অত্যন্ত লাজুক প্রকৃতির পাখি এরা। খুব সহজে নজরে পড়ে না, লোকচক্ষুর অন্তরালে থাকে সবসময়। অন্যসব প্রজাতির মতো এরা প্রজনন মৌসুমে খুব একটা ডাকাডাকি করে না। অনেকটাই নীরবে নিভৃতে কাটিয়ে দেয় এ বিশেষ মুহূর্ত। প্রিয় পাঠক, এরা অতি বিরল প্রজাতির পাখি। দেশে খুব বেশি দেখা যায় না। এরা নির্যাতিত হলে বা শিকারির খপ্পরে পড়লে উদ্ধার করার চেষ্টা করবেন। শুধু এদেরকে নয়, যে কোনো প্রজাতির পাখি নির্যাতিত হলে আপনারা এগিয়ে আসবেন। আমাদের মনে রাখতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় পশু-পাখির ভূমিকা অপরিসীম। কাজেই শিকারিদেরকে প্রতিহত করতে হবে। সবাই মিলে পরিবেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। ইচ্ছে করলে তরুণসমাজ দেশ থেকে শিকারিমুক্ত করতে পারেন। পাড়া-মহল্লায় শিকারিদের বিরুদ্ধে অবস্থান নিলে বোধকরি দেশ শিকারিমুক্ত হবে বলে আমাদের বিশ্বাস রয়েছে। পাখির বাংলা নাম: ‘ঘুরঘুরি’, ইংরেজি নাম: ‘বেলুনস ক্রেক’ (Baillon’s Crake), বৈজ্ঞানিক নাম: ‘পরজানা পুসিল্লা’ (Porzana pusilla), গোত্রের নাম: ‘রাল্লাদি’। এরা ‘বেইলন গুরগুরি’ নামেও পরিচিত। বাদাবনে খানিকটা বেশি পরিলক্ষিত হয় বিধায় পাখি বিশারদদের কেউ কেউ ‘বাদা কুক্কুট’ নামে ডাকেন। মূলত এরা ডাহুক গোত্রের পাখি। দেখতেও কিছুটা সেরকম। পাখি লম্বায় ১৭-১৯ সেন্টিমিটার। পুরুষ পাখির রঙ ভিন্ন। ওদের মাথা পাটকিলে বাদামি। মুখ, গলা ও বুক নীলাভ-ধূসর। পিঠ পাটকিলে-বাদামির ওপর সাদা-কালো ফুটকি। বুকের মাঝখান থেকে লেজের নিচের অংশ কালচে ধূসর। ঠোঁট সবুজ। পা ও পায়ের পাতা জলপাই রঙের। চোখের মণি লালচে। স্ত্রী পাখি পুরুষের তুলনায় অনুজ্জ্বল। উভয়েরই ডানা ও লেজ খাটো। প্রধান খাবার জলজ পোকামাকড়। এ ছাড়াও জলজ উদ্ভিদের কচি পাতা খায়। প্রজনন সময় মে-আগস্ট। বাসা বাঁধে জলজ ধান ক্ষেতে কিংবা পাহাড়ি জলাশয়ের কাছাকাছি। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে ঘাস লতাপাতা। ডিম পাড়ে ৪-৬টি। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 24/01/2014
চিত্রা ক্রেক | Spotted Crake | Porzana porzana
চিত্রা ক্রেক | ছবি: ইন্টারনেট বিরল দর্শন, পরিযায়ী পাখি। দেশে খুব বেশি দেখা যাওয়ার নজির নেই। এক সময় সামান্য দেখা গেলেও হালে দেখা যাওয়ার কোনো তথ্য নেই। শীতে পরিযায়ী হয়ে আসত আমাদের দেশে। এদের বিচরণ ভূমি সুপেয় জলের জলাশয়ের কিনারে। বিশেষ করে বাদা বনে এরা আশ্রয় নেয় বেশি। হোগলা বন এদের খুবই প্রিয়। হোগলা বনের ভেতর হেঁটে হেঁটে পোকামাকড় খুঁজে ব্যস্ত সময় পার করে। এ ছাড়াও বড় বড় হাওর-বাওড়ের কিনারেও এদের দেখা যেত। অত্যন্ত লাজুক প্রকৃতির পাখি ‘চিত্রা ক্রেক’। খুব সহজে নজরে পড়ে না, লোক চক্ষুর অন্তরালে থাকে সবসময়। বৈশ্বিক বিস্তৃতি ইউরোপ, মধ্যএশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা পর্যন্ত। মূলত এরা জলাশয়ের কিনারে বিচরণ করে। স্যাঁতসেঁতে এলাকা কিংবা হাঁটুজল এবং শুষ্ক অঞ্চলে ঘুরে বেড়ায়। একাকী অথবা জোড়ায় বিচরণ করে। প্রজনন মৌসুমে হাঁকডাক বেড়ে যায়। রাতে গাছের ওপর অথবা ঝোঁপ-জঙ্গলের ভেতর আশ্রয় নেয়। স্বভাব অনেকটাই ডাহুকের মতো। দেখতেও তদ্রুপ এবং গোত্রভেদেও এক। চলন-বলন কিংবা খাবার-দাবার সবই ডাহুকের মতোই। এদের আরেকটি প্রজাতির নাম ‘ঘুরঘুরি বা বাদা কুক্কুট’। দেখতে হুবহু চিত্রা ক্রেকদের মতোই। দেখায় তেমন কোনো পার্থক্য নেই। পাখি বিশারদ ব্যতীত অন্য কারো পক্ষে প্রজাতি শনাক্ত করা কঠিই বটে। পাখির বাংলা নাম: ‘চিত্রা ক্রেক’, ইংরেজি নাম: ‘স্পটেড ক্রেক’ (Spotted Crake), বৈজ্ঞানিক নাম: Porzana porzana | দৈর্ঘ্য কম-বেশি ১৯-২৩ সেন্টিমিটার। শক্ত মজবুত গড়নের ঠোঁটের রঙ লালচে-হলুদ। মাথা থেকে লেজের ডগা পর্যন্ত বাদামির ওপর সাদা রেখা, চিতি এবং কালো দাগ। লেজের নিচের দিকে লালচে-বাদামি। কান ঢাকনি বাদামি। ভ্রƒ সাদা। বুক গাঢ় ধূসর। পেট সাদা এবং বাদামির ওপর সাদা রেখা দেখা যায়। চোখ বাদামি। পা সবুজাভ-হলুদ। প্রধান খাবার: জলজ পোকামাকড়। এ ছাড়াও জলজ উদ্ভিদের কচি পাতা খায়। প্রজনন সময় এপ্রিল থেকে জুলাই। অঞ্চল ভেদে প্রজনন সময়ে হেরফের রয়েছে। বাসা বাঁধে জলজ ধান ক্ষেতে কিংবা জলাশয়ের কাছাকাছি। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে ঘাস লতাপাতা। ডিম পাড়ে ৬-১৫টি। ডিম ফুটতে সময় লাগে ১৭-১৮ দিন। শাবক উড়তে শিখে ৪৫-৫০ দিনে। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 10/04/2015
লেজ ঝোলা গোদা ঠোঁটি | Long tailed Broadbill | Psarisomus dalhousiae
লেজ ঝোলা গোদাঠোঁটি | ছবি: ইন্টারনেট মাথায় কালো-সাদা টুপি, গায়ে সবুজ চাদর জড়ানো। ভোলাভালা চেহারার শান্ত এ প্রজাতির পাখির নাম ‘লেজ ঝোলা গোদা-ঠোঁটি। বাংলা নামটা যুত্সই নয়। শুনতে একটু বিদ্ঘুটে ঠেকলেও দেখতে ভীষণ সুন্দর। চোখ ধাঁধানো রূপ। বার বার দেখতে ইচ্ছে করে অপরূপা এই পাখিটি। বিশ্বে মোট ১৪ প্রজাতির গোদা-ঠোঁটি পরিবারের বাস। এর মধ্যে বাংলাদেশে সাক্ষাৎ মেলে দুই প্রজাতির। বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি উত্তর-পূর্ব ভারত, হিমালয়ের কিছু এলাকা, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত। বিশ্বে এদের অবস্থান মোটামুটি সন্তোষজনক। মূলত এরা প্রাথমিক ও মাধ্যমিক চিরহরিৎ বন, মিশ্র পর্ণমোচী অরণ্য এবং বাঁশবন এলাকায় বিচরণ করে। লোকালয়ে খুব একটা নজরে পড়ে না। একাকী কিংবা জোড়ায় খাদ্যের সন্ধানে বের হয়। অবসরে গাছের ডালে চুপচাপ বসে থাকে। মাঝে মধ্যে মাছরাঙা পাখির মতো লম্বা লেজ উঁচিয়ে নিচের দিকে ঝাঁকি মারে। নিয়মিত গোসলাদি করে। অনেক সময় গাছের কোটরে জমানো জলে গোসল সেরে নিতে দেখা যায়। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এরা স্বাচ্ছন্দ্যবোধ করে। পাখির বাংলা নাম: ‘লেজ ঝোলা গোদা-ঠোঁটি’, ইংরেজি নাম: ‘লং টেইল্ড ব্রডবিল’ (Long-tailed Broadbill) বৈজ্ঞানিক নাম: Psarisomus dalhousiae। এরা ‘ল্যাঞ্জা মোটা ঠোঁটি’ নামেও পরিচিত। এই প্রজাতির গড় দৈর্ঘ্য ২৩-২৬ সেন্টিমিটার। ওজন ৬৪-৬৭ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা অভিন্ন। মাথার তালু নীলচে সাদা। কপাল ও ঘাড় কুচকুচে কালো। মাথার পেছনের দু’পাশে সবুজাভ-হলুদ ছোপ। ঘাড়ের নিচ এবং গলাসহ সমস্ত মুখমণ্ডল সবুজাভ-হলুদ। পিঠ ও ডানা গাঢ় সবুজ। ডানার প্রান্ত পালক নীলচে। লম্বা লেজ নীলচে রঙের। দেহতল হালকা সবুজ। ঠোঁট মোটা, সবজেটে-হলুদ। ঠোঁটের অগ্রভাগ ফ্যাকাসে হলুদ। চোখের বলয় হলুদ। পা সবজে-হলুদ। অপ্রাপ্তবয়স্কদের চেহারা কিছুটা ভিন্ন। প্রধান খাবার: পোকামাকড়। এ ছাড়াও ছোট ফলের প্রতি আসক্তি রয়েছে। প্রজনন মৌসুম মার্চ থেকে আগস্ট। তবে অঞ্চলভেদে এর তারতম্য হয়। ভূমি থেকে দুই মিটার উঁচুতে গাছের ঝুলে থাকা চিকন ডালে এরা বাসা বাঁধে। বলতে গেলে ঝুলন্ত বাসা। উপকরণ হিসেবে ব্যবহার করে গাছের তন্তু, চিকন লতা এবং শুকনো ছোট পাতা। ডিম পাড়ে ৫-৬টি। ফুটতে সময় ১৫-১৭ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 25/01/2019