কাদা বাটান | Dunlin | Calidris alpina

3750
কাদা বাটান | ছবি: ইন্টারনেট

পান্থ পরিযায়ী (চলার পথের পরিযায়ী) পাখি। আমাদের দেশে আসে সেপ্টেম্বরের শেষ নাগাদ বিদায় নেয় মার্চের মধ্যেই। বিচরণ করে উপকূলীয় বেলাভূমিতে। ওড়ার সময় তীক্ষস্বরে চেঁচিয়ে ওঠে, ‘টই…এপ, উইই-উইই-এট’ সুরে। সুরে ডাকাডাকি করে। মাঝেমধ্যে হাওয়ায় ভর করে ঢেউয়ের মতো করে উড়ে বেড়ায়। স্বভাবে শান্ত। একাকী কিংবা ছোট দলে বিচরণ করে। অন্য প্রজাতির সৈকতচারী পাখিদের সঙ্গেও বিচরণ করতে দেখা যায়। ভাটার সময় নরম কাদার ওপর ছোটাছুটি করে জলজ পোকামাকড় খায়।

এ প্রজাতির বাংলা নাম: কাদা বাটান  ইংরেজি নাম: ডানলিন (Dunlin), বৈজ্ঞানিক নাম: Calidris alpina | গোত্রের নাম: স্কোলোপাসিদি| এরা ‘বাঁকাঠোঁট চা পাখি’ নামেও পরিচিত।

এ পাখি লম্বায় ১৭-২১ সেন্টিমিটার। মাথা ও ঘাড় থেকে বুক পর্যন্ত গাঢ় বাদামি রেখা দেখা যায়। চোখের ভ্রূ সাদাটে। পিঠের পালক ধূসর-বাদামির ওপর কালো ছোপ। বুক ধূসর। বুকের নিচের দিকটা সাদা। প্রজনন মৌসুমে কোন কোনটার পিঠ লালচে-বাদামি এবং পেটের দিকে বড়সড়ো কালো ছোপ দেখা যায়। নিতম্বের মাঝ বরাবর কালো, দু’পাশ সাদা। ঠোঁট কালো, নিচের দিকে সামান্য বাঁকানো। পা খাটো, কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।

প্রধান খাবার: পোকামাকড়, শুককীট ইত্যাদি। প্রজনন সময় এপ্রিল থেকে জুলাই। বাসা বাঁধে তুন্দ্রাঞ্চলের তৃণভূমিতে। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ২০-২২ দিন। শাবক স্বাবলম্বী হয় ১৫-২০ দিনের মধ্যেই।

লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, 26/08/2020

1 COMMENT

  1. শ্রধেয় আলম শাইন ভাই, শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি সুজয় মালাকার, সভাপতি, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি। আমরা গত তিন বছর যাবত শেরপুর জেলার পাখি রক্ষায় কাজ করছি। আমরা আপনার এই ওয়েব নিয়মিত দেখে আসছি। গত বছর থেকে আমরা পাখি নিয়ে নিউজ লেটার প্রকাশ করছি। নিউজ লেটারগুলো আপনাকে পাঠাতে চাচ্ছি। আমার ই-মেইলে যদি অনুগ্রহ করে আপনার ঠিকানাটি দেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় নিউজ লেটার দুটো পাঠিয়ে দিবো। আপনার মঙ্গল কামনায় ও আপনার নতুন নতুন লেখার প্রত্যাশায় বিদায় নিচ্ছি।সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

মন্তব্য করুন: