ল্যাঞ্জা হরিয়াল | Pin tailed Green Pigeon | Treron apicauda
ল্যাঞ্জা হরিয়াল | ছবি: ইন্টারনেট বিরল দর্শন, আবাসিক পাখি। দেখতে অনেকটাই কবুতরের মতো গড়নের। সুদর্শনও বটে। যত্রতত্র দেখা যাওয়ার নজির নেই। দেখা মেলে উঁচু গাছের চির সবুজ বনের পত্রপল্লভের আড়ালে। ঝাঁক বেঁধে বিচরণ করে। বিচরণ করে ছোট কিংবা বড় দলেও। দেখা যায়, ভোরে পাতাঝরা গাছের মগডালে বসে রোদ পোহাতে। বৃক্ষচারী এ পাখিরা জলপান ব্যতিরেকে মাটিতে নামে না খুব একটা। স্বভাবে শান্ত। গায়ে পড়ে স্বগোত্রীয় বা অন্য গোত্রীয় কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় না। প্রজনন ঋতুতে সুরেলা কণ্ঠে গান করে ‘কো-ক্লা-অই-অই-অইলি-ইলিও-ক্লা’। সুর শুনতে মন্দ নয়। এ প্রজাতির পাখি শুধু বাংলাদেশই নয়, দেখা যায় ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামে। এতদাঞ্চলের স্থানীয় প্রজাতি এরা। সমগ্র বিশ্বে এদের বিস্তৃতি ১৬ লাখ ৩০ হাজার বর্গকিলোমিটার পর্যন্ত। সংখ্যায় স্থিতিশীল বিধায় আই ইউ সি এন প্রজাতিটিকে নূ্যনতম বিপদগ্রস্ত হিসেবে ঘোষণা করেছে। তবে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত নয়। এক সময়ে দেশের শৌখিন শিকারি দ্বারা ব্যাপক নির্যাতিত হওয়ার ফলে এবং উঁচু গাছের অভাবে এদের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে বলে অভিমত পাখি বিশারদদের। ফলে এরা বিরল থেকে বিরলতম হয়ে উঠছে। পাখির বাংলা নাম: ‘ল্যাঞ্জা হরিয়াল’, ইংরেজি নাম: ‘পিন-টেইলড গ্রিন পিজিয়ন'(Pin-tailed Green Pigeon) বৈজ্ঞানিক নাম: (Treron apicauda)। এরা ‘হরিয়াল বা হরিকল’ নামেও পরিচিত। প্রজাতিটি লম্বায় ৪১-৪৩ সেন্টিমিটার (লেজ ২৪ সেন্টিমিটার)। পুরুষ পাখির লেজ দীর্ঘ সুঁচালো। ওজন ২১৫ গ্রাম। মাথা সবুজাভ হলুদ। গলাবন্ধের রঙ সবুজাভ-জলপাইয়ের সঙ্গে সবুজ মিশ্রিত। ঘাড় ও পিঠের মাঝ বরাবর ধূসরাভ। ডানার উপরে বিভিন্ন ঘনত্বের হলুদাভ পট্টি, প্রান্ত কালো। বুক হালকা কমলা। লেজের নিচের দিকটা লালচে। চোখ লাল। ঠোঁটের উপরের অংশ সবুজ, নিচের অংশ নীলচে। পা ও পায়ের পাতা উজ্জ্বল লাল। অপরদিকে স্ত্রী পাখির লেজ খাটো। দেহের বর্ণ অনুজ্জ্বল। গলাবন্ধ নেই। বুকের কমলা রঙ অনুপস্থিত। প্রধান খাবার: বট-পাকুড় ফল, এ ছাড়াও অন্যান্য ছোট ফল-ফলাদি খায়। প্রজনন সময় এপ্রিল থেকে জুন। গাছের পত্রপল্লভের আড়ালে লতাপাতা, চিকন কাঠি দিয়ে বাসা বাঁধে। ডিম পাড়ে ২ টি। ডিম ফুটতে সময় লাগে ১৬-১৮ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 31/08/2018
সরু ঠোঁট ডুবরি হাঁস | Common Merganser | Mergus merganser
সরু ঠোঁট ডুবরি হাঁস | ছবি: ইন্টারনেট পুরুষ পাখি দেখতে ভারি চমৎকার। সে তুলনায় স্ত্রী পাখির চেহারা কিছুটা ম্লান। উভয়েরই লম্বা ধাঁচের শরীর, গড়নে হেরফের নেই তেমন একটা। বাংলাদেশে এরা অনিয়মিত পরিযায়ী পাখি। শীতে এদের আগমন ঘটে সাইবেরিয়া অঞ্চল থেকে। কালেভদ্রে দেখা মেলে আমাদের দেশে। এক সময় দেশের যমুনা নদীতে কিছুসংখ্যক পাখি দেখা যেত। দেখা যেত সিলেটের হাওরাঞ্চলেও। অবশ্য এতদাঞ্চলে দেখা যাওয়ার রেকর্ড খুব বেশি নেই। আর হালেও তেমন একটা দেখা যায় না। মূলত এরা প্রবহমান নদ-নদীতে ঝাঁক বেঁধে বিচরণ করে। বিচরণকালীন ছোট-বড় দলে দেখা যায়। হাঁস গোত্রের অন্যসব পাখির মতো এরাও ডুবে ডুবে খাবার খুঁজে। তবে একটু ব্যতিক্রমী হচ্ছে, এরা স্রোতের বিপরীতে ডুবে শিকার খোঁজে।বছরের অন্যান্য সময়ে তেমন একটা হাঁকডাক না করলেও প্রজনন মৌসুমে পুরুষ পাখি ব্যাঙের মতো ‘ক্রে-ক্রে…’ সুরে ডাকে। এ সময় স্ত্রী পাখি মৃদু স্বরে ডাকে। বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, উত্তর আমেরিকা ও ইউরোপ পর্যন্ত। এরা বিশ্বে বিপন্মুক্ত। প্রজাতিটি বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত নয়। পাখির বাংলা নাম: ‘সরু-ঠোঁট ডুবরি হাঁস’, ইংরেজি নাম: ‘কমন মারগেঞ্জার’ (Common Merganser), বৈজ্ঞানিক নাম: Mergus merganser| লম্বায় ৫৮-৭২ সেন্টিমিটার (লেজ ১১ সেন্টিমিটার)। ওজন ১.২ কেজি। স্ত্রী-পুরুষ পাখির চেহারা ভিন্ন। প্রজননকালীন সময়ে পুরুষ পাখির রং বদলায়। এ সময় মাথা উজ্জ্বল সবুজাভ-কালো দেখায়। ঘাড় সাদা। পিঠের পাশের দিকটা সাদা। মধ্যখানের পালক কালচে। ডানার প্রান্তর কালচে। উড়ার পালক সাদা। লেজ ঢাকনি ধূসর। লেজ রুপালি-বাদামি। দেহতল সাদা। অন্যদিকে স্ত্রী পাখির মাথায় ঝুঁটি রয়েছে। মাথা, ঝুঁটি ও ঘাড় গাঢ় তামাটে। থুতনি সাদা। পিঠের মধ্য পালক নীলচের ওপর ধূসর-বাদামি ছিট দাগ। লেজ ধূসর-বাদামি। দেহতল সাদা। উভয় পাখির ঠোঁট সরু, অগ্রভাগ বাঁকানো। ঠোঁটের রং লাল-কমলা। চোখ লাল। পা ও পায়ের পাতা লাল। প্রধান খাবার: মাছ, শামুক, কেঁচো, ব্যাঙ, কীটপতঙ্গ ও জলজ উদ্ভিদ। প্রজনন মৌসুম জুন থেকে জুলাই। বাসা বাঁধে সাইবেরিয়া অঞ্চলের গাছের প্রাকৃতিক কোটরে। বাসাতে উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো পাতা, আর্বজনা, নরম পালক ইত্যাদি। ডিম পাড়ে ৮-১২টি। ডিম ফুটতে সময় লাগে ২৮-৩০ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: মানব কণ্ঠ, 14/11/2014
তিলা ঘুঘু | spotted dove | Streptopelia chinensis
তিলা ঘুঘু | ছবি: ইন্টারনেট এ পাখির নাম শুনলেই শৈশব কৈশরের কথা মনে পড়ে যায় যে কারোই। বিশেষ করে যারা গ্রাম থেকে শহরে এসে বাস গেঁড়েছেন বোধকরি তাদের প্রত্যেকের ভেতরেই এ পাখির চিত্রটা ফুটে ওঠে। পাখিটার করুণ সুরের আর্তনাদ ‘ঘুঘু-ঘুঘু বা ক্রুরর-ক্রুরর-ক্রুরর’ আওয়াজ যখন কানে ভেসে আসে তখন শ্রোতা কান খাড়া করে ডাকটা শোনেন মনোযোগ সহকারে। শুনতে শুনতে এক পর্যায়ে হারিয়ে যান গ্রামের বাঁশঝাড় অথবা ঠা-ঠা রৌদ্দুরের কোনো এক নির্জন দুপুরে। কিংবা ছাড়া বাড়ির শুকনো খটখটে ভিটির কথা মনে পড়ে। যেখানে কোনো জনমানুষের সাড়া নেই কিন্তু বাজছে ‘ঘুঘু-ঘুঘু’ সুরের মূর্ছনা। হ্যাঁ পাঠক, তিলা ঘুঘুর কথাই বলছি। এ পাখি এখনো আমাদের গ্রাম-বাংলার ঐতিহ্য বহন করে। সাহিত্য কিংবা গানে এরা সমান দখলদারিত্ব বজায় রেখেছে যুগ যুগ ধরে। কিছু নিষ্ঠুর মানুষের কারণে আজ এরা কোণঠাসা হয়ে পড়েছে। পাখিদের মধ্যে বকের পরেই এরা সবচেয়ে বেশি শিকারিদের ফাঁদে পড়ছে। কারণ এরা সুচতুর নয়। অত্যন্ত নীরিহ গোত্রের পাখি। ফলে শিকারিরা বিভিন্ন ধরনের কায়দা করে ওদেরকে ফাঁদে ফেলছে। এ ছাড়াও এয়ারগানের টার্গেটে এ পাখিই বেশি পড়ছে। আবার গ্রামগঞ্জের বিলাসি মানুষের খাঁচায় এ পাখিই বন্দি হচ্ছে বেশি। তার প্রধান কারণ ঘুঘুরা বাসা বাঁধে একেবারেই মানুষের নাগালের ভেতরে। মাঝে মধ্যে এত নিচু স্থানে বাসা বাঁধে যে, শিশু-কিশোরদের ফাঁদে শাবকসহ বড় পাখিও ধরা পড়ে যায়। তারপর সেখান থেকে শাবক চলে যায় বন্দি জীবনে। আর প্রাপ্তবয়স্ক পাখিরা চলে যায় দা-বঁটির নিচে। আমাদের সৌভাগ্য এতসব অত্যাচারের পরেও এরা সন্তোষজনক হারে এ দেশে বিচরণ করছে। আমাদের দেশে বহু প্রজাতির ঘুঘু নজরে পড়ে। উল্লেখযোগ্য হচ্ছে তিলা ঘুঘু, লাল ঘুঘু, সবুজ ঘুঘু, রাম ঘুঘু, রাজ ঘুঘু, ধূমকল, ক্ষুদে ঘুঘু ইত্যাদি। এর মধ্যে তিলা ঘুঘুর দেখা মেলে যত্রতত্র। অনেকটাই আমাদের কাছাকাছি থাকতে পছন্দ করে। পাখিটার বাংলা নাম: ‘তিলা ঘুঘু’, ইংরেজি নাম: ‘স্পটেড ডাভ’, (spotted dove), বৈজ্ঞানিক নাম: ‘স্ট্রেপটোপেলিয়া চাইনেনসিসি’, (Streptopelia chinensis), গোত্রের নাম: ‘কলম্বিদি’। লম্বায় এরা ২৮-৩০ সেন্টিমিটার। কপাল, মাথা, মুখ, গলা, বুক বেগুনি-গোলাপি। ডানার ওপর সাদা ছিট ছিট। ঘাড়ের দু’পাশে কালোর ওপর সাদা চিতি। লেজ কালচে-বাদামি। লেজের তলা সাদা। ঠোঁট কালচে। চোখের চারপাশের বলয় লালচে। পা-পায়ের পাতা সিঁদুরে লাল। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। তবে আকারে স্ত্রী পাখি সামান্য ছোট। এদের প্রিয় খাবার শস্যদানা হলেও ধান, কাউন, সরিষার প্রতি আসক্তি বেশি। আবার খুটে খুটে মাটিও খেতে দেখা যায়। প্রজনন সময় সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এ ছাড়াও গ্রীষ্মেও ডিম পাড়তে দেখা যায়। যে কোনো গাছেই এরা বাসা বাঁধে। নারিকেল, সুপারি, আমগাছ থেকে শুরু করে একেবারে শিম, লাউগাছের ঝোপেও বাসা বাঁধে। বাসা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করে চিকন লতা বা শুকনো দূর্বাঘাস। ডিম পাড়ে ১-২টি। বেশিরভাগ সময় ২টি ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ পাখি উভয়ে মিলেই ডিমে তা দেয়। ডিম ফুটতে সময় লাগে ১৩-১৫ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: মানবকণ্ঠ, 18/01/2013
এশীয় ফিঙেপাপিয়া | Asian Drongo Cuckoo | Surniculus lugubris
এশীয় ফিঙেপাপিয়া | ছবি: ইন্টারনেট পাপিয়া প্রজাতির পাখি। চেহারা তত আকর্ষণীয় নয়। হঠাৎ নজরে পড়লে ফিঙে পাখি মনে হতে পারে যে কারোই। দূর থেকে দেখতে অনেকটা সে রকমই মনে হয়। ফিঙেদের মতো লম্বা চেরালেজটিও তদ্রপ গায়ের বর্ণেরও মিল রয়েছে হুবহু। মিল নেই শুধু মুখের চারপাশটা। তা ছাড়া এরা একটু মোটাসোটা ও খাটো। সে তুলনায় ফিঙে পাখি স্লিম। চেহারায় মিল থাকায় এ প্রজাতির পাপিয়াদের নামের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে ‘ফিঙে’ শব্দটি। প্রিয় পাঠক, এরা দেশের স্থায়ী বাসিন্দা। বিচরণ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে। দেখা মেলে বনের কিনারেও। লোকালয়ে খুব বেশি দেখা যাওয়ার নজির নেই। একাকী কিংবা জোড়ায় বিচরণ করে। এদের খাবার কৌশল ভিন্ন। সামান্য উড়ে খাবার খেয়ে পুনরায় উড়তে থাকে। স্থির হয়ে একগাদা খাবার খাওয়া ওদের পছন্দ নয়। প্রজনন মৌসুমে হাঁকডাক বেড়ে যায়। এ সময় গাছের উঁচু ডালে বসে ‘পিপ-পিপ-পিপ-পিপ…’ সুরে ডাকতে থাকে। পূর্ণিমার রাতেও ডাকাডাকি করে এরা। আর মেঘাচ্ছন্ন দিন হলে তো কথাই নেই। দিনভরই ডাকতে থাকে। বাংলাদেশ ছাড়াও এদের বৈশ্বিক বিস্তৃতি ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও চীন অবধি। প্রজাতিটি সমগ্র বিশ্বে বিপন্মুক্ত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত। পাখির বাংলা নাম: ‘এশীয় ফিঙেপাপিয়া’, ইংরেজি নাম: এশিয়ান ড্রঙ্গো কুক্কু (Asian Drongo-Cuckoo), বৈজ্ঞানিক নাম: Surniculus lugubris | এরা ‘ফিঙে কুলি’ নামেও পরিচিত। লম্বায় ২৫ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। প্রাপ্তবয়স্ক পাখির সমস্ত দেহ চকচকে কালো, কেবল মাথা ও ঘাড় ব্যতীত। ঘাড়ের পেছনে রয়েছে ক্ষুদ্র সাদা পট্টি, যা দূর থেকে নজরে পড়ে না। চেরালেজটি তুলনামূলক কম চকচকে। লেজের বাইরের পালকের গোড়ায় রয়েছে সাদা ডোরা। চোখ কালচে বাদামি। ঠোঁট বাদামি-কালো। অপ্রাপ্ত বয়স্কদের দেহ অনুজ্জ্বল কালো। লেজের নিচে সাদা ডোরা। এ ছাড়া মাথায় ও বুকে ফুটকি রয়েছে। প্রধান খাবার: পোকামাকড়, ফল ও ফুলের রস। প্রজনন মৌসুম মে থেকে সেপ্টেম্বর। নিজেরা বাসা বাঁধতে জানে না। পেঙ্গা ও চেরালেজ পাখির বাসায় চুপিসারে ডিম পেড়ে পালিয়ে যায়। যার ফলে ওদের ডিমের সঠিক সংখ্যা নিরূপণ করা যায় না। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 12/12/2014
পাতি বাটান | Common Sandpiper | Actitis hypoleucos
পাতি বাটান | ছবি: ইবার্ড পান্থপরিযায়ী পাখি। প্রজাতির অনেকে পরিযায়ী হয়ে এসে দীর্ঘ সময় কাটিয়ে দেয় আমাদের দেশে। এরা উত্তর ও পূর্ব এশিয়া থেকে পরিযায়ী হয়ে আসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এ প্রজাতির পাখিরা অতি সুলভ দর্শন। পরিচিতও বটে। বিশেষ করে সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলে প্রচুরসংখ্যক সাক্ষাৎ মেলে। এছাড়াও হাওর-বাঁওড় এলাকায় ব্যাপক বিচরণ রয়েছে। দেশের একজন বিশিষ্ট পাখি বিশারদ জানিয়েছেন, এদের বিচরণ রয়েছে রাজধানী শহরের গুলশান লেকের কাছেও। এ প্রজাতির পাখি বেশিরভাগই একাকী বিচরণ করে, আবার ছোট দলেও দেখা যায়। প্রায় সারাদিনই নদী কিংবা সমুদ্রতটে ছুটে বেড়ায়। ঢেউয়ের তোড়ে জলজ পোকামাকড় কিনারে আচড়ে পড়লে তা খেয়ে নেয়। আর জল ঘেঁষে ঘন ঘন লেজ নেড়ে মাথা ঝাঁকিয়ে হাঁটতে থাকে। তবে এরা যাই করুক না কেন লক্ষ্য কিন্তু একটাই থাকে ওদের, আর তা হচ্ছে শিকারের খোঁজ নেয়া। মোটামুটি শান্ত প্রকৃতির পাখি। অযথা চেঁচামেচি করে না। সময় সুযোগ বুঝে সুরেলা কণ্ঠে ‘হুইট..হুইট.. কিটি হুইট..কিটি হুইট..’ সুরে ডাকে। আমি অনেকবার এদের সাক্ষা’ পেয়েছি উপকূলীয় অঞ্চলে, শুনেছি সুরেলা কণ্ঠও। আমার ছেলে আলম রাইন ওদের ভিডিও চিত্র ধারণও করেছে একাধিকবার। সময় পেলে মাঝে মাঝে দেখি ওসব বাবা-ছেলে মিলে। এ পাখির বাংলা নাম: ‘পাতি বাটান’, ইংরেজি নাম: ‘কমন স্যান্ডপাইপার’ (Common Sandpiper), বৈজ্ঞানিক নাম: ‘একটাইটিস হাইপোলিউকস’ (Actitis hypoleucos), গোত্রের নাম: ‘স্কোলোপাসিদি’। এরা চাপাখি বা ছোট বালুবাটান নামেও পরিচিত। লম্বায় ১৮-২০ সেন্টিমিটার। মাথা ও ঘাড় ধূসরাভ বাদামির ওপর ডোরা দাগ। থুতনি ও গলা সাদা। চোখের ওপরের দিকেও রয়েছে সরু সাদা টান। দেহের উপরাংশ গাঢ় ধূসর। নিতম্ব বাদামি। পিঠ ও ডানার ওপর সরু আড়াআড়ি লাইন। বুকের নিচ থেকে বাকি অংশ সাদা। ঠোঁট কালচে। পা সবুজাভ হলুদ। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। প্রধান খাবার: জলজ পোকামাকড়। মানুষের ফেলে দেয়া রুটি-বিস্কুট খায় এরা। প্রজনন মৌসুম মে থেকে জুন। বাসা বাঁধে লাডাখ, গাড়োয়াল ও কাশ্মীর অঞ্চলের ৩২০০ মিটার উচ্চতায় পাথুরে এলাকায়। বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে শুকনো লতাপাতা। ডিম পাড়ে ৩-৪টি। ডিম ফুটতে সময় লাগে ২২-২৫ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।
ডাহুক | White breasted Waterhen | Amaurornis Phoenicurus
ডাহুক | ছবি: ইন্টারনেট দেখতে অনেকটাই মুরগির মতো। শুধু আকারে খানিকটা ছোট। লেজটা অধিকাংশ সময় খাড়া থাকে। হাঁটার সময় লেজটাকে নাচিয়ে হাঁটে। জলাধারে কিংবা স্যাঁতস্যাঁতে এলাকায় বেশি দেখা যায়। খাবারের খোঁজে অনেক সময় মানুষের কাছাকাছি চলে আসে। তবে ধরার আগেই ফুরুৎ করে দৌড়ে পালায়। প্রাপ্তবয়স্ক পাখিদের চেয়ে বাচ্চারা বেশি হুঁশিয়ারি। সহজে ধরা যায় না ওদের। বিশেষ করে জলাশয়ে বিচরণরত কালে বাচ্চাদের ধরা কঠিন থেকে কঠিনতর কাজ। চতুর এ পাখি চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছেন আমাদের দেশে। এমন পরিচিতি লাভের আরেকটি কারণও আছে। সেটি হচ্চে এদের নিয়ে বেশ কিছু কবিতা রচিত হয়েছে বাংলা সাহিত্যে। যেমন : কবি জীবনানন্দ দাশ রচনা করেছেন ‘ডাহুকী’ কবিতা। অপরদিকে কবি র্ফরুখ আহমেদ রচনা করেছেন ‘ডাহুক’ কবিতটি। বলা যায় বাংলা সাহিত্যে এ পাখির বেশ কদর রয়েছে। আমি শৈশবেই এদের সঙ্গে পরিচিত হয়েছি নিজ গ্রামে। ঘরের লাগোয়া ঝোপের ভেতর থেকে ‘কোয়াক-কোয়াক’ সুরে ডেকে কান ঝালাপালা করে দিত আমাদের। অতিষ্ট হয়ে ওদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে তাড়াতে চেষ্টা করতেন বড়রা। ওরা ভয় পেয়ে উড়ে গিয়ে ঝোপ-জঙ্গলে বসে আবার শুরু করে দিত ম্যারাথন ডাক। একটানা দীর্ঘক্ষণ ডাকতে পারে এ পাখি। রাত-বিরাতেও ডাকে। বিশেষ করে সূর্যাস্তের পর বিরতিহীন ডাকতে থাকে। এ নিয়ে গ্রাম-বাংলার মানুষের ভেতরে কিছু কৌতূহল রয়েছে। নানা মানুষ নানা মন্তব্য করেন। কেউ কেউ বলেন, ‘ডাকতে ডাকতে ওদের গলা থেকে রক্তের ফোঁটা বের হয়। আর সে রক্তের ফোঁটা ওদের ডিমের ওপর পড়লেই তবে ডিম ফোটে। আবার কেউ বলেন, ‘মানুষকে ওরা বিপদ সংকেত জানায়’। আসলে ওসবের কিছুই নয়। শুধু ওদের প্রজনন সময় ঘনিয়ে এলে প্রেমিক পাখিটি এমন আর্তনাদ করে প্রিয়াকে মজাতে চেষ্টা করে। এরা ভালো পোষ মানে। গ্রামের শিকারিরা পোষাপাখি দিয়ে এ প্রজাতির বুনোপাখি শিকার করে। এদের মাংসে কিছুটা মুরগির মাংসের স্বাদ পাওয়া যায় বিধায় শিকারিরা এ পাখি শিকারে বেশ সচেষ্ট। অধিকধৃত হওয়ার পরও এরা আমাদের দেশে মোটামুটি সুলভ। দেখা মেলে যত্রতত্র। এ পাখির বাংলা নাম: ‘ডাহুক’, ইংরেজি নাম: ‘হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন’, (White-breasted Waterhen), বৈজ্ঞানিক নাম:‘আমাররনিস ফোনিকুরাস’,(Amaurornis Phoenicurus), গোত্রের নাম: ‘রাল্লাদি’। লম্বায় ৩২-৩৩ সেন্টিমিটার। শক্ত মজবুত গড়নের ঠোঁটের বর্ণ সবুজ। ঠোঁটের গোড়া লাল। কপাল, গলা, বুক সাদা। লেজের তলা সিঁদুরে-বাদামি। শরীরের বাদবাকি পালক ছাই-কালো রঙের। পা লম্বা লিকলিকে। পায়ের আঙ্গুলের বর্ণ সবুজ। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। ডাহুক পাখির প্রধান খাবার জলজ পোকামাকড়, ছোট মাছ, জলজ উদ্ভিদের কচি ডগা, ধান ইত্যাদি। পোষা ডাহুক চাল, ভাত খায়। প্রজনন সময় আষাঢ় থেকে শ্রাবণ। বাসা বাঁধে জলার ধারে ঝোপ-জঙ্গলে কিংবা জলদামের ওপর অথবা বাঁশঝাড়ে। ডিম পাড়ে ৫-৭টি। স্ত্রী-পুরুষ মিলে ডিম তা দেয়। ডিম ফুটতে সময় লাগে ১৮-২০ দিন। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলামলেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 28/01/2013
খাকি ভুতুম পেঁচা | Tawny Fish Owl | Ketupa flavipes
খাকি ভুতুম পেঁচা | ছবি: ইন্টারনেট আবাসিক পাখি। মূলত এরা নদ-নদী, হ্রদ কিংবা বড়সড় জলাশয়ের কাছাকাছি বৃক্ষে বিচরণ করে। বহমান জলাশয়ের আশপাশে বেশি দেখা যায়। বিচরণের ক্ষেত্র ক্রান্তীয় থেকে নাতিশীতোষ্ণ এলাকা বেশি পছন্দের। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উচ্চতায় দেখা যাওয়ার তথ্য রয়েছে। অন্যসব পেঁচাদের মতো এরাও দিনের বেলায় গাছ-গাছালির ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকে। দিনের আলো ফুরিয়ে এলে বা গোধূলিলগ্নে শিকারে বের হয়। একাকী কিংবা জোড়ায় খাদ্যের সন্ধানে বের হয়। দলবেঁধে বিচরণ করে না। দেখতে ভয়ঙ্কর দর্শন হলেও একেবারেই নিরীহ গোত্রের পাখি। স্বভাবে লাজুক। অন্যসব শিকারি পাখিদের মতো হিংস নয়। কণ্ঠস্বর ভৌতিক। ভরাট কণ্ঠে ‘ওহুহু-হুহু’ আওয়াজ করে মানুষকে ভয় পাইয়ে দিতে পারে। বাংলাদেশ ছাড়া বৈশ্বিক বিস্তৃতি ভারত, নেপাল, ভুটান, উত্তর মিয়ানমার, চীন, তাইওয়ান, লাওস, ভিয়েতনাম ও দক্ষিণ ইন্দোনেশিয়া পর্যন্ত। এ ছাড়াও হিমালয়ের পাদদেশে বিচরণ রয়েছে। প্রজাতিটি বিশ্বব্যাপী হুমকি নয়। পাখির বাংলা নাম: ‘খাকি ভুতুম পেঁচা’, ইংরেজি নাম: ‘তানি ফিস আউল’ (Tawny Fish Owl), বৈজ্ঞানিক নাম: Ketupa flavipes | এরা ‘তামাটে মেছোপেঁচা’ নামেও পরিচিত। দৈর্ঘ্য কমবেশি ৪৮-৫৫ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। মাথা ও ঘাড় তামাটে-বাদামি ডোরাযুক্ত। মাথার দু’পাশে আছে কান পশম, যা ঝুঁটি আকৃতির দেখায়। চোখের দু’পাশে কপালের ওপর সরু সাদা টান। মুখমণ্ডল তামাটে। দেহের উপরাংশ গাঢ় বাদামি রঙের সঙ্গে তামাটে মিহি রেখা। ডানার উপরে সাদাটে দাগ। লেজ খাটো, গোলাকার। দেহের নিচের দিকে তামাটে-বাদামির আড়াআড়ি রেখা। গোলাকার চোখের বলয় তামাটে-হলুদ রঙের। তারা গাঢ় বাদামি। ঠোঁট শিং রঙা, আকারে খাটো, নিচের দিকে বড়শির মতো বাঁকানো। পায়ের আঙ্গুল ফ্যাকাসে হলদে। প্রধান খাবার: মাছ, কাঁকড়া, সরীসৃপ, ইঁদুর, টিকটিকি, ব্যাঙ ও বাগদাচিড়িং। প্রজনন মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। মরা গাছের প্রাকৃতিক কোটরে বাসা বাঁধে। এ ছাড়াও গিরিখাত এবং নদীর খাড়া কিনারের গর্তে বাসা বাঁধে। ডিম পাড়ে ১-২টি। ডিম ফুটতে সময় লাগে ২৮-২৯ দিন। শাবক স্বাবলম্বী হতে মাসখানেক সময় লেগে যায়। লেখক: আলম শাইন। কথাসাহিত্যিক, কলাম লেখক, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ।সূত্র: দৈনিক মানবকণ্ঠ, 10/06/2016